মেথি উপকারী হলেও ডায়াবেটিস, গর্ভাবস্থা, থাইরয়েড বা IBS–এর ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে! জানুন বিশদে
- Published by:Tias Banerjee
Last Updated:
Fenugreek Water: মেথি উপকারী হলেও ডায়াবেটিস, গর্ভাবস্থা, থাইরয়েড বা IBS–এর ক্ষেত্রে মেথি জল ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক। বিশদে জানুন, কারা কেন খাবেন না।
advertisement
advertisement
যাঁদের একেবারেই মেথি জল খাওয়া উচিত নয়: ১. যাঁদের রক্তে শর্করার মাত্রা কম বা ডায়াবেটিসের ওষুধ খান মেথি স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা কমায়। ফলে যাঁদের গ্লুকোজ লেভেল কম বা যাঁরা ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এটি আরও বিপজ্জনক হতে পারে। মাথা ঘোরা, ক্লান্তি, এমনকি অজ্ঞান হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই এমন পরিস্থিতিতে শুধুমাত্র ডাক্তারের তত্ত্বাবধানে মেথি জল খাওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মেথি শরীরের পক্ষে উপকারী হলেও, ডায়াবেটিস, গর্ভাবস্থা, থাইরয়েড বা হজমজনিত সমস্যা (IBS)–এর ক্ষেত্রে এই জল একেবারে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া বিপজ্জনক হতে পারে। National Center for Complementary and Integrative Health (NCCIH) উল্লেখ করেছে যে, মেথি সাধারণ মাত্রায় নিরাপদ হলেও অনেক ক্ষেত্রে রক্তে শর্করার হঠাৎ পতন ঘটাতে পারে।
advertisement
