Healthy Lifestyle || সঙ্গমের পরেও হতাশা? কেন হয় এমন, জানলে চমকে উঠবেন বৈ কী!

Last Updated:
Healthy Lifestyle || অনেক মানুষই এমন সম্পর্কে লিপ্ত, যে সম্পর্ক অনিশ্চিত৷ সেই অনিশ্চিত সম্পর্কের দিকেই হয়তো এগিয়ে যাচ্ছেন তাঁরা৷ সঙ্গমের পর সেটা খুব ভালভাবে বুঝতে পারেন৷
1/5
জীবনের সেরা তৃপ্তিদায়ক মুহূর্ত সঙ্গম৷ প্রিয় মানুষটিকে নিজের বাহুডোরে বেঁধে রাখতে কার না ভাল লাগে৷ কিন্তু সঙ্গম দারুণ সুখকর হলেও, অনেক সময় সঙ্গম শেষ হওয়ার পরেই গ্রাস করে হতাশা৷ কোনও কিছু নিয়ে ভয়৷ এই কোনওকিছুর কারণটা সত্যিই অজানা৷
জীবনের সেরা তৃপ্তিদায়ক মুহূর্ত সঙ্গম৷ প্রিয় মানুষটিকে নিজের বাহুডোরে বেঁধে রাখতে কার না ভাল লাগে৷ কিন্তু সঙ্গম দারুণ সুখকর হলেও, অনেক সময় সঙ্গম শেষ হওয়ার পরেই গ্রাস করে হতাশা৷ কোনও কিছু নিয়ে ভয়৷ এই কোনওকিছুর কারণটা সত্যিই অজানা৷
advertisement
2/5
কিন্তু জীবনের এই চরম আনন্দঘন মুহূর্ত উপভোগের পরেও অনেক সময়ে থেকে যায় প্রবল হতাশা৷ ধরা যাক আপনি যথেষ্ট সন্তুষ্ট, কিন্তু তাও কোথাও যেন কিছু সমস্যা রয়েছে৷ সেই কারণটা জানা খুব প্রয়োজন৷
কিন্তু জীবনের এই চরম আনন্দঘন মুহূর্ত উপভোগের পরেও অনেক সময়ে থেকে যায় প্রবল হতাশা৷ ধরা যাক আপনি যথেষ্ট সন্তুষ্ট, কিন্তু তাও কোথাও যেন কিছু সমস্যা রয়েছে৷ সেই কারণটা জানা খুব প্রয়োজন৷
advertisement
3/5
বিশেষজ্ঞদের মতে, যৌনমিলনের ফলে শরীরে এনডরফিন, অক্সিটসিন এবং প্রোল্যাক্টিন হরমোন নিঃসৃত হয়। যার প্রভাব পড়ে মনে।
বিশেষজ্ঞদের মতে, যৌনমিলনের ফলে শরীরে এনডরফিন, অক্সিটসিন এবং প্রোল্যাক্টিন হরমোন নিঃসৃত হয়। যার প্রভাব পড়ে মনে।
advertisement
4/5
এছাড়া, অনেক মানুষই এমন সম্পর্কে লিপ্ত, যে সম্পর্ক অনিশ্চিত৷ সেই অনিশ্চিত সম্পর্কের দিকেই হয়তো এগিয়ে যাচ্ছেন তাঁরা৷ সঙ্গমের পর সেটা তাঁরা খুব ভালভাবে বুঝতে পারেন৷ হারানোর ভয় আরও জোরাল হয়৷ সেটাও একটা সম্ভাবনা বিষণ্মতার৷
এছাড়া, অনেক মানুষই এমন সম্পর্কে লিপ্ত, যে সম্পর্ক অনিশ্চিত৷ সেই অনিশ্চিত সম্পর্কের দিকেই হয়তো এগিয়ে যাচ্ছেন তাঁরা৷ সঙ্গমের পর সেটা তাঁরা খুব ভালভাবে বুঝতে পারেন৷ হারানোর ভয় আরও জোরাল হয়৷ সেটাও একটা সম্ভাবনা বিষণ্মতার৷
advertisement
5/5
অনেক মানুষ এমনও আছেন যাঁরা সঙ্গমের সময়ে পারিপার্শ্বিক অন্য চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন৷ ফলে উপভোগ করাটাও তাঁদের পক্শে সম্পূর্ণ সম্ভব হয় না৷ সমাধান তখনই সম্ভব যখন আপনি কারণ জানতে পারবেন । আলোচনার মাধ্যমে অনেক সমাধান হয়ে যায়। তবে মনোবিদের পরামর্শ নেওয়া সব সময়ে জরুরি।
অনেক মানুষ এমনও আছেন যাঁরা সঙ্গমের সময়ে পারিপার্শ্বিক অন্য চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন৷ ফলে উপভোগ করাটাও তাঁদের পক্শে সম্পূর্ণ সম্ভব হয় না৷ সমাধান তখনই সম্ভব যখন আপনি কারণ জানতে পারবেন । আলোচনার মাধ্যমে অনেক সমাধান হয়ে যায়। তবে মনোবিদের পরামর্শ নেওয়া সব সময়ে জরুরি।
advertisement
advertisement
advertisement