Baby Crying at Night: দিনে ঘুম-রাতে কান্না! সদ্যোজাত শিশুরা কেন রাতেই বেশি কাঁদে? ৯০% মানুষই জানেন না...! কী বলছেন চিকিৎসক?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Baby Crying at Night: ছোট বাচ্চাদের নিয়ে নানারকমের বায়নাক্কা লেগেই থাকে ৷ বিশেষত, ছোটদের ঘুমের ধরন সম্পূর্ণ আলাদা। তারা দিনের বেলা ঘুমায়, কিন্তু রাত হলেই জেগে ওঠে। শুধু তাই নয়, ঘুম থেকে ওঠার পর ছোট বাচ্চারা বারবার কাঁদতে থাকে।
ছোট বাচ্চাদের নিয়ে নানারকমের বায়নাক্কা লেগেই থাকে ৷ বিশেষত, ছোটদের ঘুমের ধরন সম্পূর্ণ আলাদা। তারা দিনের বেলা ঘুমায়, কিন্তু রাত হলেই জেগে ওঠে। শুধু তাই নয়, ঘুম থেকে ওঠার পর ছোট বাচ্চারা বারবার কাঁদতে থাকে। নবজাতক শিশুরা প্রায়শই রাতে জেগে থাকে। এটি বেশিরভাগই শিশুদের সঙ্গে ঘটে এবং এটি স্বাভাবিক বলে বিবেচিত হয়। প্রতীকী ছবি৷
advertisement
advertisement
ফোর্টিস লা ফেম হাসপাতাল, দিল্লির সিনিয়র কনসালটেন্ট, পেডিয়াট্রিক্স অ্যান্ড নিউওনাটোলজি বিভাগের ডা. অবধেশ আহুজার মতে, একটি নবজাতক শিশুর ঘুম থেকে ওঠার চক্রটি এরকম, রাতে জেগে ও দিনে ঘুমানো। গর্ভাবস্থায়, মা যখন দিনের বেলা হাঁটেন, তখন শিশুর দোল পায় এবং শিশু আরামে ঘুমায়। নবজাতক শিশুর ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। প্রতীকী ছবি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুস্থ রাখতে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। একটি শিশু নেওয়ার আগে, হাত ধুয়ে নেওয়া উচিত, যাতে কোনও ধরণের সংক্রমণ না ছড়ায়। বাড়ির কারোর সর্দি, কাশি বা জ্বর থাকলে শিশুর থেকে দূরে থাকুন বা মাস্ক ব্যবহার করুন। নবজাতক শিশুর অতিরিক্ত কান্না, স্তন্যপান কম বা না করা, বা জ্বর হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই চিকিৎসা করানো উচিত। প্রতীকী ছবি৷