ছেলেরা বাথরুমে ফোন নিয়ে বসে থাকেন কেন? দেখে নিন গবেষণার বক্তব্য আপনার জীবনের সঙ্গে মিলছে কি না

Last Updated:
কী করেন তাঁরা, কেনই বা এই সময়টা তাঁদের দরকার হয়, জবাব দিচ্ছে এক গবেষণা।
1/8
মনে রাখবেন, উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাথরুম হওয়া উচিত৷ মনে রাখতে হবে, কখনই দক্ষিণ, দক্ষিণ পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে করা উচিত নয়৷ মানুষকে তাহলে নেগেটিভ শক্তি কম প্রভাব ফেলে৷
বাথরুমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর জন্য অনেক সময়েই অভিযোগ তোলা হয় নারীদের দিকে। খুব সাধারণ তত্ত্ব এই যে তাঁরা জল ঘাঁটতে ভালবাসেন, সেই জন্যই স্নানে অনেকটা সময় লেগে যায়। ব্যতিক্রমী পুরুষ যে নেই, তা নয়।
advertisement
2/8
 তবে, স্নানে সময় না নিলেও ফোন হাতে বাথরুমে টয়লেট সিটে চুপচাপ বসে সময় কাটানোর মতো পুরুষের সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। কী করেন তাঁরা, কেনই বা এই সময়টা তাঁদের দরকার হয়, জবাব দিচ্ছে এক গবেষণা।
তবে, স্নানে সময় না নিলেও ফোন হাতে বাথরুমে টয়লেট সিটে চুপচাপ বসে সময় কাটানোর মতো পুরুষের সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। কী করেন তাঁরা, কেনই বা এই সময়টা তাঁদের দরকার হয়, জবাব দিচ্ছে এক গবেষণা।
advertisement
3/8
*পরিবেশগত উপকারিতাঃ বাজারে পাওয়া টয়লেট ক্লিনারগুলি জলে মিশে পরিবেশের ক্ষতি করে। কিন্তু কফি গ্রাউন্ড সম্পূর্ণরূপে জৈব-জলীয়, যা দূষণ সৃষ্টি করে না।
স্বঘোষিত 'বাথরুম বিশেষজ্ঞ' পেবল গ্রে ২০১৮ সালের গবেষণাটি চালিয়েছিলেন। তা সম্প্রতি প্রকাশিত হয়েছে। এখানে ১,০০০ ব্রিটিশ পুরুষের উপর জরিপ চালিয়ে দেখা গিয়েছে যে, পুরুষরা বছরে গড়ে সাত ঘণ্টা বাথরুমে কাটান, বিশেষ করে তাঁদের পরিবার থেকে পালানোর জন্য।
advertisement
4/8
*কফি গ্রাউন্ড দিয়ে কীভাবে পরিষ্কার করুন বাথরুম। কফি গ্রাউন্ডের কণাগুলি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। টয়লেট শক্তভাবে ঘষতে এগুলি খুবই কার্যকর।
"আমাদের সকলেরই নিজেদের জন্য একটু সময় প্রয়োজন- নিজেদের অবস্থা বুঝে নেওয়ার জন্য অথবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্নতার জন্য", পেবল গ্রে-এর একজন মুখপাত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট-কে বলেন। "বাথরুমটি তার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে নগরজীবনে জায়গা করে নিয়েছে। এটি আসলে একটি আশ্রয়স্থল, যেখানে আমরা বাইরের জগৎ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারি, যদিও সাময়িকভাবে", তিনি আরও বলেন।
advertisement
5/8
চিকিত্‍সক সতর্ক করলেন প্রায়ই বন্ধ বাথরুমে গ্যাস গিজার জ্বালানোর ফলে এই গ্যাস ধীরে ধীরে জমা হয় এবং ব্যক্তির শ্বাস নিতে সমস্যা হয়। অনেক সময় এটি বোঝা যায় না এবং মানুষ অজ্ঞান হয়ে পড়ে। সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যুও হতে পারে। তাই স্নানের সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত, তাও তিনি জানিয়ে দিলেন
পুরুষরা তাই কাজ এড়াতে এবং নিরবচ্ছিন্ন ভাবে অনেকটা সময়েই ফোন নিয়ে সময় কাটাতে বাথরুমে যান। গবেষণায় দেখা গিয়েছে, গড়ে প্রতি ১০ জনের মধ্যে একজন বাথরুমে যাওয়ার সময় বাধাগ্রস্ত হয়, বছরে প্রায় ১৭১টি এমন বাধার মুখে পড়ে।
advertisement
6/8
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, স্নান সেরেই এই কাজ ভুলেও করবেন না, বাস্তুদোষে জীবন হবে ছারখারবাস্তু অনুসারে এমন কয়েকটি কাজ আছে, যা স্নানের পর কখনোই করা উচিত নয়। ভুল করেও স্নানের পর এই সব কাজ করলে বাস্তুদোষের কবলে পড়ে আপনার জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে।
এই সার্ভেতে আরও দেখা গিয়েছে যে ২৫ শতাংশ পুরুষ মনে করেন যে বাথরুম ব্রেক না নিলে তাঁরা কীভাবে সংসারে মানিয়ে নেবেন তা বুঝতে পারেন না এবং ২৩ শতাংশ পুরুষ বাথরুমকে নিজেদের জন্য নিরাপদ স্থান হিসাবে বর্ণনা করেন।
advertisement
7/8
ভেন্টিলেশন না থাকলেও সমস্যা হতে পারে অনেক সময় বাথরুমে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকলে, বিশেষ করে এক্সহস্ট ফ্যান না চললে, ঘরের ভিতরে গরম ও আর্দ্রতা বেড়ে যায়। এর ফলে স্নান চলাকালীন বা পরেও শরীর ঘামে ভিজে যেতে পারে।
এক-তৃতীয়াংশ পুরুষ স্বীকার করেছেন যে তাঁরা চুপচাপ সময় কাটাতে বাথরুমে যান, বিশেষ করে যখন তাঁদের সঙ্গিনী অভিযোগ করেন, শিশুদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার ব্যাপারটাও থাকে।
advertisement
8/8
 গবেষণাটি সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। পেবল গ্রে আরও দেখেছেন যে সার্ভেতে অংশগ্রহণকারী ১,০০০ জনের মধ্যে মহিলারাও বাথরুমকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করেন, কিন্তু এক্ষেত্রে সংখ্যাটা তুলনায় কম, মাত্র ২০ শতাংশ তা করেন। করবেনই বা কী করে- ৭২ শতাংশ পরিবারের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নারীরাই যে পালন করেন!
গবেষণাটি সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। পেবল গ্রে আরও দেখেছেন যে সার্ভেতে অংশগ্রহণকারী ১,০০০ জনের মধ্যে মহিলারাও বাথরুমকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করেন, কিন্তু এক্ষেত্রে সংখ্যাটা তুলনায় কম, মাত্র ২০ শতাংশ তা করেন। করবেনই বা কী করে- ৭২ শতাংশ পরিবারের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নারীরাই যে পালন করেন!
advertisement
advertisement
advertisement