Unknown Facts| চিকিৎসকদের পোশাক সাদা হয় আর আইনজীবীদের পোশাক কালো! এর অর্থ জানেন?

Last Updated:
চিকিৎসকেরা সাধারণত সাদা অ্যাপ্রন পরেন৷ আদালতে আইনজীবীদের পরনে থাকে কালো পোশাক৷
1/5
চিকিৎসকদের পরনে সব সময়েই থাকে সাদা পোশাক৷ হাসপাতাল পরিষ্কার রাখতে হবে, এটি মানুষকে বোঝাতে গিয়ে চিকিৎসকদের পোশাক, হাসপাতালের বিছানা চাদর, সব জায়গায় সাদা রং দেখা যায়।
চিকিৎসকদের পরনে সব সময়েই থাকে সাদা পোশাক৷ হাসপাতাল পরিষ্কার রাখতে হবে, এটি মানুষকে বোঝাতে গিয়ে চিকিৎসকদের পোশাক, হাসপাতালের বিছানা চাদর, সব জায়গায় সাদা রং দেখা যায়।
advertisement
2/5
চিকিৎসক কিংবা নার্সদের সাদা পোশাক পরে থাকলে যাতে রোগীরা বা অন্যান্য ব্যক্তিরা সহজেই তাদের চিনতে পারে। সাদা রঙকে শান্তি, বিশুদ্ধতা এবং সততার প্রতীক হিসেবে বিবেচিত হয়। চিকিৎসালয় মানেই রোগী ও তার চারিদিকে সংক্রমণ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সংক্রমণ থেকে নিজেদের এড়ানোর জন্য ডাক্তারেরা সাদা পোশাক ব্যবহার করেন।
চিকিৎসক কিংবা নার্সদের সাদা পোশাক পরে থাকলে যাতে রোগীরা বা অন্যান্য ব্যক্তিরা সহজেই তাদের চিনতে পারে। সাদা রঙকে শান্তি, বিশুদ্ধতা এবং সততার প্রতীক হিসেবে বিবেচিত হয়। চিকিৎসালয় মানেই রোগী ও তার চারিদিকে সংক্রমণ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সংক্রমণ থেকে নিজেদের এড়ানোর জন্য ডাক্তারেরা সাদা পোশাক ব্যবহার করেন।
advertisement
3/5
বিশ্ব জুড়ে এমন কিছু পেশা রয়েছে যাদের জন্য নির্দিষ্ট পোশাক ঠিক করা রয়েছে। ঠিত তেমনই একটি পেশা হল আইনজীবী। উকিল বা জর্জদের আমরা কালো পোশাক বা কোট পরতে দেখি। কিন্তু কেন এই কালো পোশাক পরেন আইনজীবীরা, তা কখনও ভেবে দেখেছেন? এর পিছনে রয়েছে একাধিক কারণ।
বিশ্ব জুড়ে এমন কিছু পেশা রয়েছে যাদের জন্য নির্দিষ্ট পোশাক ঠিক করা রয়েছে। ঠিত তেমনই একটি পেশা হল আইনজীবী। উকিল বা জর্জদের আমরা কালো পোশাক বা কোট পরতে দেখি। কিন্তু কেন এই কালো পোশাক পরেন আইনজীবীরা, তা কখনও ভেবে দেখেছেন? এর পিছনে রয়েছে একাধিক কারণ।
advertisement
4/5
১৩২৭ সালে তৃতীয় এডওয়ার্ড দ্বারা অ্যাডভোকেসি চালু হওয়ার পর আইনজীবী ও বিচারকদের জনসাধারণের থেকে আলাদা করার জন্য ১৬৩৭ খ্রিস্টাব্দে একটি প্রস্তাবে বলা হয় যে তাদের কালো পোশাক পরতে হবে। ১৬৮৫ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুতে শোক প্রকাশের জন্য আদালতে আইনজীবী ও বিচারকেরা কালো কোট ও গাউন পরা শুরু করেন। তখন থেকেই আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক করা হয়।
১৩২৭ সালে তৃতীয় এডওয়ার্ড দ্বারা অ্যাডভোকেসি চালু হওয়ার পর আইনজীবী ও বিচারকদের জনসাধারণের থেকে আলাদা করার জন্য ১৬৩৭ খ্রিস্টাব্দে একটি প্রস্তাবে বলা হয় যে তাদের কালো পোশাক পরতে হবে। ১৬৮৫ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুতে শোক প্রকাশের জন্য আদালতে আইনজীবী ও বিচারকেরা কালো কোট ও গাউন পরা শুরু করেন। তখন থেকেই আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক করা হয়।
advertisement
5/5
অন্যদিকে ১৯৬১ সালে উকিল সম্পর্কিত নিয়মের মাধ্যমে ভারতে উকিলদের কালো পোশাক পরা বাধ্যতামূলক করা হয়। এই পোশাক যেহেতু আইনজীবীদের আলাদা এক পরিচয় তৈরী করে তাই এটি তাদের শৃঙ্খলা এবং আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে ১৯৬১ সালে উকিল সম্পর্কিত নিয়মের মাধ্যমে ভারতে উকিলদের কালো পোশাক পরা বাধ্যতামূলক করা হয়। এই পোশাক যেহেতু আইনজীবীদের আলাদা এক পরিচয় তৈরী করে তাই এটি তাদের শৃঙ্খলা এবং আস্থার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
advertisement
advertisement
advertisement