Unknown Facts| চিকিৎসকদের পোশাক সাদা হয় আর আইনজীবীদের পোশাক কালো! এর অর্থ জানেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
চিকিৎসকেরা সাধারণত সাদা অ্যাপ্রন পরেন৷ আদালতে আইনজীবীদের পরনে থাকে কালো পোশাক৷
advertisement
চিকিৎসক কিংবা নার্সদের সাদা পোশাক পরে থাকলে যাতে রোগীরা বা অন্যান্য ব্যক্তিরা সহজেই তাদের চিনতে পারে। সাদা রঙকে শান্তি, বিশুদ্ধতা এবং সততার প্রতীক হিসেবে বিবেচিত হয়। চিকিৎসালয় মানেই রোগী ও তার চারিদিকে সংক্রমণ ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সংক্রমণ থেকে নিজেদের এড়ানোর জন্য ডাক্তারেরা সাদা পোশাক ব্যবহার করেন।
advertisement
advertisement
১৩২৭ সালে তৃতীয় এডওয়ার্ড দ্বারা অ্যাডভোকেসি চালু হওয়ার পর আইনজীবী ও বিচারকদের জনসাধারণের থেকে আলাদা করার জন্য ১৬৩৭ খ্রিস্টাব্দে একটি প্রস্তাবে বলা হয় যে তাদের কালো পোশাক পরতে হবে। ১৬৮৫ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুতে শোক প্রকাশের জন্য আদালতে আইনজীবী ও বিচারকেরা কালো কোট ও গাউন পরা শুরু করেন। তখন থেকেই আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক করা হয়।
advertisement