শীতের আমেজ পড়তেই চাহিদা তরতর করে বাড়ছে! কেন সব লেপই লাল? দাম কতটা বাড়ছে?

Last Updated:
South Dinajpur News:শীত পড়তেই বিয়েবাড়ির চাহিদা অনুযায়ী লেপের অর্ডার পেয়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
1/5
শীতের আমেজ পড়তেই নাওয়া খাওয়া ভুলে লেপ তোষক বানাতে ব্যস্ত কারিগররা।শীতের আমেজে গায়ে জড়ানোর লেপ তৈরি আর কম্বল বিক্রির ধুম পড়েছে। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন লেপ তৈরির কারিগররা। অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে বাজার ছেয়েছে ব্ল্যাংকেটে। তবুও কদর কমেনি লেপ তোষকের। ফলে লেপ-তোষকের কারখানা ও দোকানগুলোতে ভিড় বেড়েছে।
শীতের আমেজ পড়তেই নাওয়া খাওয়া ভুলে লেপ তোষক বানাতে ব্যস্ত কারিগররা।শীতের আমেজে গায়ে জড়ানোর লেপ তৈরি আর কম্বল বিক্রির ধুম পড়েছে। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন লেপ তৈরির কারিগররা। অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে বাজার ছেয়েছে ব্ল্যাংকেটে। তবুও কদর কমেনি লেপ তোষকের। ফলে লেপ-তোষকের কারখানা ও দোকানগুলোতে ভিড় বেড়েছে। <strong>(সুস্মিতা গোস্বামী)</strong>
advertisement
2/5
অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে থেকে বাজার দখল করেছে রকমারি ডিজাইনের ব্ল্যাংকেট। তবুও কদর কমেনি লেপের। বাজারে বিভিন্ন ধরনের শীত বস্ত্র থাকলেও লেপের তুলনা নেই। লেপ ব্যবহারে আগ্রহ রয়েছে সবার মধ্যেই। শীত পড়তেই বিয়েবাড়ির চাহিদা অনুযায়ী লেপের অর্ডার পেয়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
অত্যাধুনিক যুগে দাঁড়িয়ে থেকে বাজার দখল করেছে রকমারি ডিজাইনের ব্ল্যাংকেট। তবুও কদর কমেনি লেপের। বাজারে বিভিন্ন ধরনের শীত বস্ত্র থাকলেও লেপের তুলনা নেই। লেপ ব্যবহারে আগ্রহ রয়েছে সবার মধ্যেই। শীত পড়তেই বিয়েবাড়ির চাহিদা অনুযায়ী লেপের অর্ডার পেয়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
advertisement
3/5
তাই শীতের শুরুতেই লেপ-তোষক তৈরির জন্য ভিড় বেড়েছে বেডিংয়ের দোকানে। শহরের বাজার এলাকায় কম বেশি আট থেকে দশটিরও বেশি লেপ-তোষকের কারখানা ও দোকান রয়েছে। প্রতিদিন একটি কারখানায় ৮ থেকে ১০টি লেপ তৈরি করা হচ্ছে বলে জানান কারিগররা।
তাই শীতের শুরুতেই লেপ-তোষক তৈরির জন্য ভিড় বেড়েছে বেডিংয়ের দোকানে। শহরের বাজার এলাকায় কম বেশি আট থেকে দশটিরও বেশি লেপ-তোষকের কারখানা ও দোকান রয়েছে। প্রতিদিন একটি কারখানায় ৮ থেকে ১০টি লেপ তৈরি করা হচ্ছে বলে জানান কারিগররা।
advertisement
4/5
এবিষয়ে লেপ বিক্রেতা জাভেদ ইয়াসিন জানান, &quot;বছরের অন্যান্য সময় লেপ বানানো হলেও শীত পড়তেই লেপ-তোষক তৈরির দ্বিগুন চাহিদা আসছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ৮০০ থেকে ২০০০ টাকা দরে ভাল লেপ তৈরি করে বিক্রি হচ্ছে।
এবিষয়ে লেপ বিক্রেতা জাভেদ ইয়াসিন জানান, "বছরের অন্যান্য সময় লেপ বানানো হলেও শীত পড়তেই লেপ-তোষক তৈরির দ্বিগুন চাহিদা আসছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ৮০০ থেকে ২০০০ টাকা দরে ভাল লেপ তৈরি করে বিক্রি হচ্ছে।
advertisement
5/5
&quot;তবে, শিমুল তুলা দিয়ে তৈরি করা লেপের খরচ অনেক বেশি হওয়ায় গার্মেন্টস তুলায় তৈরি লেপের বিক্রি বেশি বেড়েছে।&quot; এমনকি অনেকব্যবসায়ীরা শীত আসার আগেই পর্যাপ্ত পরিমাণে লেপ-তোষক তৈরি করে মজুদ রাখছেন।
"তবে, শিমুল তুলা দিয়ে তৈরি করা লেপের খরচ অনেক বেশি হওয়ায় গার্মেন্টস তুলায় তৈরি লেপের বিক্রি বেশি বেড়েছে।" এমনকি অনেকব্যবসায়ীরা শীত আসার আগেই পর্যাপ্ত পরিমাণে লেপ-তোষক তৈরি করে মজুদ রাখছেন।
advertisement
advertisement
advertisement