রোজ কত পেগ মদ খাওয়া যায়? যাতে শরীরে ক্ষতি না হয়! WHO কী বলছে? অবাক হবেন

Last Updated:
Who on Alcohol: এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল, রোজ কতটা মদ্যপান করা যায়! নিয়মিত কতটুকু মদ্যপান করতে পারেন একজন মানুষ!
1/8
মদ্যপানের অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। রোজ মদ্যপানের অভ্যেস থাকলে আজই সাবধান হোন। নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছেন।
মদ্যপানের অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। রোজ মদ্যপানের অভ্যেস থাকলে আজই সাবধান হোন। নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনছেন।
advertisement
2/8
অনেক সময় আমরা লোকমুখে বিভিন্ন কথা শুনে বিশ্বাস করে নিই। মদ্যপান নিয়েও এমন হাজারো মিথ রয়েছে। সেগুলো মূলত মুখে মুখে ছড়িয়েছে।
অনেক সময় আমরা লোকমুখে বিভিন্ন কথা শুনে বিশ্বাস করে নিই। মদ্যপান নিয়েও এমন হাজারো মিথ রয়েছে। সেগুলো মূলত মুখে মুখে ছড়িয়েছে।
advertisement
3/8
রোজ এ বা ২ পেগ মদ্যপান শরীরের পক্ষে ভাল। এমন কথা আমরা অনেকেই শুনেছি হয়তো! এই কথা কি সত্যি! তা নিয়ে আমরা কখনও খোঁজ নিয়ে দেখিনি।
রোজ এ বা ২ পেগ মদ্যপান শরীরের পক্ষে ভাল। এমন কথা আমরা অনেকেই শুনেছি হয়তো! এই কথা কি সত্যি! তা নিয়ে আমরা কখনও খোঁজ নিয়ে দেখিনি।
advertisement
4/8
WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে। জানানো হয়েছে, সত্যিই রোজ এক বা ২ পেগ মদ্যপানের অভ্যেস ভাল নাকি খারাপ!
WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে। জানানো হয়েছে, সত্যিই রোজ এক বা ২ পেগ মদ্যপানের অভ্যেস ভাল নাকি খারাপ!
advertisement
5/8
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, রোজ এক ফোঁটা মদ্যপানেও শরীরে ব্যাপক ক্ষতি করতে পারে। মদ্যপানের অভ্যেস একেবারেই ভাল নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, রোজ এক ফোঁটা মদ্যপানেও শরীরে ব্যাপক ক্ষতি করতে পারে। মদ্যপানের অভ্যেস একেবারেই ভাল নয়।
advertisement
6/8
এমনকী বিয়ার, ব্রিজারের মতো পানীয়গুলিও শরীরের জন্য ভাল নয়, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এমনকী বিয়ার, ব্রিজারের মতো পানীয়গুলিও শরীরের জন্য ভাল নয়, জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
advertisement
7/8
অ্যালকোহলযুক্ত পানীয় যেমন হুইস্কি, ভদকা, রাম, ওয়াইন, জিন এবং বিয়ার, প্রতিটিই লিভারজনিত অসুখের সমস্যা তৈরি করতে পারে।
অ্যালকোহলযুক্ত পানীয় যেমন হুইস্কি, ভদকা, রাম, ওয়াইন, জিন এবং বিয়ার, প্রতিটিই লিভারজনিত অসুখের সমস্যা তৈরি করতে পারে।
advertisement
8/8
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাফ জানিয়েছে, মদ্যপানের অভ্যেস শরীরের ক্ষতি ডেকে আনে। এক পেগ মদ্যপানেও শরীরের কোনও লাভ তো হয়ই না, বরং ক্ষতি হয় বিস্তর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাফ জানিয়েছে, মদ্যপানের অভ্যেস শরীরের ক্ষতি ডেকে আনে। এক পেগ মদ্যপানেও শরীরের কোনও লাভ তো হয়ই না, বরং ক্ষতি হয় বিস্তর।
advertisement
advertisement
advertisement