Health Tips: হাড়ের ক্ষয়ে জর্জরিত! কোন কোন খাবারে মজবুত হবে, তালিকা জানলেই মুশকিল আসান
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Health Tips: হাড় সুস্থ ও মজবুত রাখার জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। এটি পেশি নিয়ন্ত্রণ এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। মানবদেহ প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম তৈরি করে না। তাই খাবারের মাধ্যমে এটি পেতে হবে।
advertisement
হাড় সুস্থ ও মজবুত রাখার জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। এটি পেশি নিয়ন্ত্রণ এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে। মানবদেহ প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম তৈরি করে না। তাই খাবারের মাধ্যমে এটি পেতে হবে। যখন পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায় না, তখন শরীর সেটি হাড় থেকে অপসারণ করতে শুরু করে। ফলে এটি হাড়কে দুর্বল করে দিতে পারে। অস্টিওপোরোসিস হতে পারে।
advertisement
advertisement
শরীরের খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম শোষণ করার জন্য ভিটামিন ডি প্রয়োজন। সূর্যালোকের সংস্পর্শে এলে শরীর ভিটামিন ডি তৈরি করে। কিন্তু বেশি সূর্যালোক শরীরকে অত্যধিক UV বিকিরণের সামনে এনে দেয়, যা থেকে ত্বকের ক্যানসার হতে পারে। এই কারণেই বলা হয় যে, খাবারের মাধ্যমে ভিটামিন ডি পাওয়া ভাল। ডিমের কুসুম, কমলার রস এবং ফোর্টিফাইড দুধ ভিটামিন ডি-এর কিছু ভাল উৎস।
advertisement
advertisement
advertisement