Brown vs White Eggs: বাদামি নাকি সাদা? কোন ডিম বেশি স্বাস্থ্যকর জানেন? দামের নিরিখে এই গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন আজই
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Brown vs White Eggs: সকলের মধ্যে একটি ভ্রান্ত ধারণা, বাদামি ডিম স্বাস্থ্যকর কারণ এগুলির দাম বেশি। কিন্তু তা নয়। বেশি মূল্যের কারণ, বাদামি ডিম পাড়া মুরগিরা সাধারণত বড় হয়।
advertisement
advertisement
পুষ্টির দিক থেকে বিচার করলে বাদামি এবং সাদা উভয় ডিমেই যথেষ্ট পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ রয়েছে। ভিটামিন বি ১২, ভিটামিন ডি, রিবোফ্লাভিন, সেলেনিয়াম এবং কোলিনের মতো প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। যা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। দুই ধরনের ডিমের মধ্যে স্বাদ বা পুষ্টির মানের পার্থক্য ন্যূনতম।
advertisement
advertisement
advertisement