Cooking Oil: সরষে না সয়া...রান্নার জন্য কোন তেল ‘বেস্ট’? কোন তেলই বা কিনবেন বাজার থেকে...স্বাদ-স্বাস্থ্যের দারুণ ব্যালেন্সের কথা জানালেন স্বয়ং শেফ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিছু তেল আছে যা রান্নার পুষ্টিগুণ দ্বিগুণ করে, আবার কিছু তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। মাস্টার শেফ পঙ্কজ ভাদৌরিয়া ভারতীয় রান্নায় ব্যবহৃত কিছু অপ্রয়োজনীয় তেলের কথা জানিয়েছেন।
তেল ছাড়া সুস্বাদু রান্না করা কার্যত অসম্ভব৷ রোজের তরি-তরকারি তেল একেবারে মাস্ট। এমনকি, নন-স্টিক প্যানে রান্না করতেও তেল লাগে। কিন্তু, এই তেলের সঙ্গে আমাদের স্বাস্থ্য কতখানি জড়িয়ে সেটা আমরা সকলেই জানি৷ এই প্রতিবেদনে আমরা এমন ৫ ধরনের তেলের কথা বলব, যেগুলি রান্নায় ব্যবহার করা একেবারে এড়িয়ে যাওয়া উচিত৷ আর জানাব কোন তেলে রান্না করা সবচেয়ে বেস্ট৷
advertisement
advertisement
advertisement
advertisement
সরিষার তেল - মাস্টারশেফ পঙ্কজ ভাদৌরিয়ার মতে, এই তেল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। হৃদপিণ্ড সুস্থ রাখে। এটি ব্যাকটেরিয়ারোধী, প্রদাহ-বিরোধী। সরিষার তেল চুল ঘন, কালো এবং মজবুত করে। এই তেলটি ভারতে রান্নার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই দিয়ে তৈরি খাবারের স্বাদ অসাধারণ। এই তেলে আপনি যেকোনো কিছু ডুবো তেলে ভাজতে পারেন। এই তেল মিড-চেইন ট্রাইগ্লিসারাইড সমৃদ্ধ। এটি দ্রুত বিপাকীয় প্রক্রিয়া সম্পন্ন করে, শক্তি বৃদ্ধি করে।
advertisement
advertisement
advertisement
সয়াবিন তেল হল সয়াবিন থেকে নিষ্কাশিত একটি উদ্ভিজ্জ তেল। এতে রয়েছে উন্নত মানের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং উদ্ভিদ স্টেরল, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। এগুলো শরীরে কোলেস্টেরল জমা হতে বাধা দেয়। ধমনী বন্ধ হয়ে যাওয়ার (অ্যাথেরোস্ক্লেরোসিস) এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি কমায়।
advertisement