ভার্জিনিটি খোয়ানোর সঠিক বয়স কত? জেনে নিন কী বলছে সমীক্ষা

Last Updated:
1/5
ঠিক কোন বয়সে ভার্জিনিটি খোয়ানো উচিত? অল্প বয়সে ভার্জিনিটি খোয়ানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল? নাকি ভুল করেছিলেন? অধিকাংশ মহিলাই জীবনে এই দ্বন্দ্বে ভোগেন৷ জানাচ্ছে দ্য লেটেস্ট ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল অ্যাটিটিউড৷
ঠিক কোন বয়সে ভার্জিনিটি খোয়ানো উচিত? অল্প বয়সে ভার্জিনিটি খোয়ানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল? নাকি ভুল করেছিলেন? অধিকাংশ মহিলাই জীবনে এই দ্বন্দ্বে ভোগেন৷ জানাচ্ছে দ্য লেটেস্ট ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল অ্যাটিটিউড৷
advertisement
2/5
বিএমজে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গবেষকরা ২,৮২৫ জন মহিলাকে প্রশ্ন করেন যারা ১৭ থেকে ২৪ এর মধ্যে ভার্জিনিটি খুইয়েছেন৷
বিএমজে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গবেষকরা ২,৮২৫ জন মহিলাকে প্রশ্ন করেন যারা ১৭ থেকে ২৪ এর মধ্যে ভার্জিনিটি খুইয়েছেন৷
advertisement
3/5
সমীক্ষায় অধিকাংশ মহিলাই বলেন তারা মনে করেন ভার্জিনিটি খোয়ানোর আগে আরও কিছুদিন অপেক্ষা করলে ভাল হত৷ খুব কম মহিলাই মনে করেন তারা আরও কম বয়সে ভার্জিনিটি খোয়ালে ভাল করতেন৷
সমীক্ষায় অধিকাংশ মহিলাই বলেন তারা মনে করেন ভার্জিনিটি খোয়ানোর আগে আরও কিছুদিন অপেক্ষা করলে ভাল হত৷ খুব কম মহিলাই মনে করেন তারা আরও কম বয়সে ভার্জিনিটি খোয়ালে ভাল করতেন৷
advertisement
4/5
যাদের প্রশ্ন করা হয়েছিল তারা প্রায় প্রত্যেকেরই প্রথম যৌনতার অভিজ্ঞতা হয়েছিল ১৬ থেকে ১৮-র মধ্যে৷ এদের মধ্যে প্রতি ৫ জনের ১ জন জানিয়েছেন প্রথম বার সেক্সের সময় তারা পার্টনারের ইচ্ছেতেই মিলিত হয়েছিলেন৷
যাদের প্রশ্ন করা হয়েছিল তারা প্রায় প্রত্যেকেরই প্রথম যৌনতার অভিজ্ঞতা হয়েছিল ১৬ থেকে ১৮-র মধ্যে৷ এদের মধ্যে প্রতি ৫ জনের ১ জন জানিয়েছেন প্রথম বার সেক্সের সময় তারা পার্টনারের ইচ্ছেতেই মিলিত হয়েছিলেন৷
advertisement
5/5
প্রতি ১০ জনের ১ জন জানিয়েছেন প্রথম বার মিলনের সময় তারা কোনও রকম কন্ট্রাসেপটিভ ব্যবহার করেননি৷
প্রতি ১০ জনের ১ জন জানিয়েছেন প্রথম বার মিলনের সময় তারা কোনও রকম কন্ট্রাসেপটিভ ব্যবহার করেননি৷
advertisement
advertisement
advertisement