Men Mistake in Morning: ঘুম থেকে উঠেই এই ভুলগুলি করেন পুরুষেরা, ফল ভুগতে হয় সারাজীবন

Last Updated:
মুখের ত্বকে পুরুষের প্রধান সমস্যা দাড়ি। শেভ করার সময় কয়েকটি ভুল মারাত্মক ক্ষতি করতে পারে ত্বকে। সেই কারণেই পুরুষের মুখের উজ্জ্বলতা কমে যায়। এমনকী অকাল বার্ধক্যও দেখা দিতে শুরু করে।
1/7
সৌন্দর্য নাকি শুধু মহিলাদেরই জন্য। এমন ধারণা ভেঙে গিয়েছে। এখন পুরুষও সচেতন তাঁর চেহারা নিয়ে। বিশেষত ত্বকের যত্নে এখন পুরুষেরাও যথেষ্ট সময় ব্যয় করছেন।কিন্তু মুখের ত্বকে পুরুষের প্রধান সমস্যা দাড়ি। শেভ করার সময় কয়েকটি ভুল মারাত্মক ক্ষতি করতে পারে ত্বকে। সেই কারণেই পুরুষের মুখের উজ্জ্বলতা কমে যায়। এমনকী অকাল বার্ধক্যও দেখা দিতে শুরু করে।
সৌন্দর্য নাকি শুধু মহিলাদেরই জন্য। এমন ধারণা ভেঙে গিয়েছে। এখন পুরুষও সচেতন তাঁর চেহারা নিয়ে। বিশেষত ত্বকের যত্নে এখন পুরুষেরাও যথেষ্ট সময় ব্যয় করছেন।কিন্তু মুখের ত্বকে পুরুষের প্রধান সমস্যা দাড়ি। শেভ করার সময় কয়েকটি ভুল মারাত্মক ক্ষতি করতে পারে ত্বকে। সেই কারণেই পুরুষের মুখের উজ্জ্বলতা কমে যায়। এমনকী অকাল বার্ধক্যও দেখা দিতে শুরু করে।
advertisement
2/7
এই সাধারণ ভুলগুলি এড়িয়ে চলা দরকার—১. পুরুষেরা প্রায়ই শেভ করার সময় রেজার বেছে নিতে ভুল করেন। দ্বিতীয়ত, শেভ করার আগে দাড়ি নরম না করেই শেভিং ক্রিম বা ফোম লাগিয়ে ফেলেন। এতে ত্বক ও দাড়ি দুটোই শক্ত হয়ে যায়। ফলে ভাল মতো দাড়ি কাটা যায় না, এমনকী ত্বকও কেটে যায়।
এই সাধারণ ভুলগুলি এড়িয়ে চলা দরকার—১. পুরুষেরা প্রায়ই শেভ করার সময় রেজার বেছে নিতে ভুল করেন। দ্বিতীয়ত, শেভ করার আগে দাড়ি নরম না করেই শেভিং ক্রিম বা ফোম লাগিয়ে ফেলেন। এতে ত্বক ও দাড়ি দুটোই শক্ত হয়ে যায়। ফলে ভাল মতো দাড়ি কাটা যায় না, এমনকী ত্বকও কেটে যায়।
advertisement
3/7
একটি ব্লেড একাধিকবার ব্যবহার করলেও সমস্যা হয়। ত্বকের উপর প্রভাব ফেলে। ত্বক শক্ত হয়ে যায়। দাড়ি কাটার করার আগে হালকা গরম জলে ভিজিয়ে নেওয়া দরকার। ভাল রেজারও ব্যবহার করতে হবে।
একটি ব্লেড একাধিকবার ব্যবহার করলেও সমস্যা হয়। ত্বকের উপর প্রভাব ফেলে। ত্বক শক্ত হয়ে যায়। দাড়ি কাটার করার আগে হালকা গরম জলে ভিজিয়ে নেওয়া দরকার। ভাল রেজারও ব্যবহার করতে হবে।
advertisement
4/7
২. অনেকে আবার মনে করেন শেভিং ক্রিম বা ফোম লাগানোর প্রয়োজন নেই। কিন্তু এমনটা করলে ক্রমাগত দাড়ি এবং ত্বক শক্ত হয়ে যায়। তাই শেভ করার আগে দাড়ি নরম করা জরুরি। পুরুষদের ত্বকেও আর্দ্রতা প্রয়োজন। তাই ঔজ্জ্বল্য বজায় রাখতে মুখে ক্রিম লাগানও জরুরি।
২. অনেকে আবার মনে করেন শেভিং ক্রিম বা ফোম লাগানোর প্রয়োজন নেই। কিন্তু এমনটা করলে ক্রমাগত দাড়ি এবং ত্বক শক্ত হয়ে যায়। তাই শেভ করার আগে দাড়ি নরম করা জরুরি। পুরুষদের ত্বকেও আর্দ্রতা প্রয়োজন। তাই ঔজ্জ্বল্য বজায় রাখতে মুখে ক্রিম লাগানও জরুরি।
advertisement
5/7
৩. পুরুষের মুখের ত্বকেও ময়েশ্চারাইজারের প্রয়োজন রয়েছে। না হলে আর্দ্রতার অভাব দেখা দিতে পারে। বিশেষত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার এবং রিঙ্কেল ক্রিম নারী ও পুরুষ উভয়েরই ত্বকের জন্য অপরিহার্য। ৩০ বছরের পর প্রত্যেক পুরুষকেই ময়েশ্চারাইজার লাগানো উচিত।
৩. পুরুষের মুখের ত্বকেও ময়েশ্চারাইজারের প্রয়োজন রয়েছে। না হলে আর্দ্রতার অভাব দেখা দিতে পারে। বিশেষত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার এবং রিঙ্কেল ক্রিম নারী ও পুরুষ উভয়েরই ত্বকের জন্য অপরিহার্য। ৩০ বছরের পর প্রত্যেক পুরুষকেই ময়েশ্চারাইজার লাগানো উচিত।
advertisement
6/7
৪. অনেকেই দাড়ি কাটার পর আফটারশেভের লাগান। বেশিরভাগ আফটার শেভে অ্যালকোহল থাকে। তাই বরং আফটারশেভের বদলে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।
৪. অনেকেই দাড়ি কাটার পর আফটারশেভের লাগান। বেশিরভাগ আফটার শেভে অ্যালকোহল থাকে। তাই বরং আফটারশেভের বদলে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।
advertisement
7/7
৫. বাইরে থেকে ঘুরে আসার পর প্রতিবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ৩০ বছর বয়সের পর সানস্ক্রিন লাগানোও প্রয়োজন। রেটিনল, ভিটামিন সি এবং নিয়াসিনমাইনযুক্ত পণ্য মুখের রেখা ও বলিরেখা দূর করতে খুবই উপকারী। তাই ভারী ক্রিমের পরিবর্তে পুরুষদের জন্য সেরাম বেশি উপকারী হবে।
৫. বাইরে থেকে ঘুরে আসার পর প্রতিবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ৩০ বছর বয়সের পর সানস্ক্রিন লাগানোও প্রয়োজন। রেটিনল, ভিটামিন সি এবং নিয়াসিনমাইনযুক্ত পণ্য মুখের রেখা ও বলিরেখা দূর করতে খুবই উপকারী। তাই ভারী ক্রিমের পরিবর্তে পুরুষদের জন্য সেরাম বেশি উপকারী হবে।
advertisement
advertisement
advertisement