GK: ৯৯ শতাংশই উত্তর জানে না... আপনি বলতে পারবেন টম্যাটোর বাংলা কী? এমন নাম শুনলে বিশ্বাস হবে না

Last Updated:
টম্যাটোর প্রাচীন নাম ছিল পমডোরো। যার অর্থ সোনালী আপেল। তবে বাংলায় এর নাম বিলিতি বেগুন।
1/8
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
advertisement
2/8
আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন। তা হল টম্যোটোর বাংলা কী?
আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন। তা হল টম্যোটোর বাংলা কী?
advertisement
3/8
টম্যাটো এমন একটি সবজি, যা ছাড়া মানুষের খাবার অসম্পূর্ণ থেকে যায়। এটি বেশিরভাগ খাবারে ব্যবহৃত হয়। টম্যাটো একটি সবজি যা শুধুমাত্র স্যালাড এবং চাটনি তৈরিতে আটকে নেই৷ রান্নার স্বাদ বৃদ্ধিতে টম্যাটোর জুরি মেলা ভার৷ মাংস বা যে কোনও স্পাইসি খাবারে এটি লাগবেই।
টম্যাটো এমন একটি সবজি, যা ছাড়া মানুষের খাবার অসম্পূর্ণ থেকে যায়। এটি বেশিরভাগ খাবারে ব্যবহৃত হয়। টম্যাটো একটি সবজি যা শুধুমাত্র স্যালাড এবং চাটনি তৈরিতে আটকে নেই৷ রান্নার স্বাদ বৃদ্ধিতে টম্যাটোর জুরি মেলা ভার৷ মাংস বা যে কোনও স্পাইসি খাবারে এটি লাগবেই।
advertisement
4/8
টম্যাটো দক্ষিণ আমেরিকায় উৎপত্তি হলেও টম্যাটোর ভারতে জনপ্রিয়তার পিছনে হাত রয়েছে পর্তুগিজদের। যেকোনো ঝোল হোক বা ভারতীয় পদে টম্যাটো প্রতিটি রান্নায় ব্যবহার হয়। প্রতীকী ছবি।
দক্ষিণ আমেরিকায় উৎপত্তি হলেও টম্যাটোর ভারতে জনপ্রিয়তার পিছনে হাত রয়েছে পর্তুগিজদের। যেকোনো ঝোল হোক বা ভারতীয় পদে টম্যাটো প্রতিটি রান্নায় ব্যবহার হয়। প্রতীকী ছবি।
advertisement
5/8
অ্যানিমিয়া, হাঁপানি, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, মধুমেহ রোগে টম্যাটো উপকারী৷ যাঁর ডায়েটিং করছেন, তাঁরাও নিশ্চিন্তে ডায়েটে রাখুন টম্যাটো৷
অ্যানিমিয়া, হাঁপানি, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, মধুমেহ রোগে টম্যাটো উপকারী৷ যাঁর ডায়েটিং করছেন, তাঁরাও নিশ্চিন্তে ডায়েটে রাখুন টম্যাটো৷
advertisement
6/8
টম্যাটো দিয়ে তৈরি হেয়ার মাস্ক এবং স্ক্রাব চুল ও স্কাল্পকে ময়েশ্চারাইজ করে। কারণ এর মধ্যে থাকা জলের পরিমাণ অত্যন্ত বেশি এবং এতে থাকে ক্রিটিক্যাল মিনারেলও। যার ফলে স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পায় চুল।
টম্যাটো দিয়ে তৈরি হেয়ার মাস্ক এবং স্ক্রাব চুল ও স্কাল্পকে ময়েশ্চারাইজ করে। কারণ এর মধ্যে থাকা জলের পরিমাণ অত্যন্ত বেশি এবং এতে থাকে ক্রিটিক্যাল মিনারেলও। যার ফলে স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পায় চুল।
advertisement
7/8
টম্যাটোর উপকারিতা প্রচুর৷ ভিটামিন সি, লাইকোপিন ও ডায়েটরি ফাইবার থাকায় টম্যাটো ক্যানসার প্রতিরোধী৷ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রক্ষা করে মরশুমি অসুখ থেকেও৷
টম্যাটোর উপকারিতা প্রচুর৷ ভিটামিন সি, লাইকোপিন ও ডায়েটরি ফাইবার থাকায় টম্যাটো ক্যানসার প্রতিরোধী৷ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রক্ষা করে মরশুমি অসুখ থেকেও৷
advertisement
8/8
টম্যাটোর প্রাচীন নাম ছিল পমডোরো। যার অর্থ সোনালী আপেল। তবে বাংলায় এর নাম  বিলিতি বেগুন।
টম্যাটোর প্রাচীন নাম ছিল পমডোরো। যার অর্থ সোনালী আপেল। তবে বাংলায় এর নাম বিলিতি বেগুন।
advertisement
advertisement
advertisement