Dandruff home remedies: মাত্র ১ দিনেই ধুয়েমুছে সাফ হবে খুশকি!...সামান্য ভিনিগারেই হবে কামাল, রয়েছে আরও হাজারো উপায়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সামান্য ঘরোয়া কিছু উপাদান দিয়ে কী ভাবে অতি সহজেই খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷ এ বিষয়ে আমাদের জানাচ্ছেন, ত্বক বিশেষজ্ঞ নিবেদিতা দাদু৷
advertisement
advertisement
অ্যালোভেরা জেলের ব্যবহার খুশকি দূর করতে দারুণ কার্যকর। অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য ছাড়াও, এটি মাথার ত্বককে ভাল রাখে এবং চুলকানি দূর করতে সাহায্য করে৷ পাঁচ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন এবং এটি আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন৷ তারপর ৩০ মিনিটের জন্য রেখে সাধারণ জল বা হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুশকির সমস্যা থেকে অচিরেই রেহাই পাবেন৷
advertisement
বেকিং সোডা খুশকির সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে সাহায্য করে। এটি ক্ষারীয় প্রকৃতির এবং একটি হালকা এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে৷ এটি ত্বকের মৃত কোষগুলিকে দূর করতে সাহায্য করে। দুই টেবিল চামচ বেকিং সোডা নিন, এতে কয়েক ফোঁটা জল যোগ করে একটি পেস্ট তৈরি করুন৷ তারপরে এটি আপনার মাথার ত্বকে লাগান এবং কয়েক মিনিটের জন্য এটি ম্যাসাজ করুন তারপর সাধারণ জল বা শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
advertisement
খুশকি দূর করতে ভিনিগার এবং অ্যাপেল সাইডার ভিনিগারও দারুণ কার্যকরী৷ আধ কাপ ভিনিগার নিয়ে তাতে হাফ কাপ জল মেশান৷ তারপর স্প্রে বোতলে ভরে ফেলুন৷ স্নান করতে যাওয়ার আগে এই ভিনিগারের জল চুলের গোড়ায় ভালভাবে স্প্রে করে ৩০ মিনিট থেকে আধ ঘণ্টা রেখে দিন৷ চুলের গোড়ায় আঙুল দিয়ে হাল্কা মাসাজও করতে পারেন৷ তারপর স্নান করার সময় ভাল করে ধুয়ে নিন চুল৷
advertisement
advertisement
advertisement
advertisement