পেট-স্তন-উরুর 'স্ট্রেচ মার্কস’ নিয়ে দিশেহারা! মুক্তির চাবিকাঠি রয়েছে এই ঘরোয়া টোটকায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
গর্ভাবস্থার ষষ্ঠ বা সপ্তম মাসে পেট, স্তন, উরু এবং নিতম্বের চারিপাশে দেখা দেয় এই 'স্ট্রেচ মার্কস'। গর্ভবতী মহিলাদের মধ্যে খুবই মামুলি বিষয় এই গোলাপী রেখাগুলি।
*গর্ভাবস্থার ষষ্ঠ বা সপ্তম মাসে পেট, স্তন, উরু এবং নিতম্বের চারিপাশে দেখা দেয় এই 'স্ট্রেচ মার্কস'। গর্ভবতী মহিলাদের মধ্যে খুবই মামুলি বিষয় এই গোলাপী রেখাগুলি। ত্বকের ইলাস্টিক ফাইবারগুলো যখন ভাঙতে শুরু করে তখনই ত্বকের উপর ফুটে ওঠে এই রেখাগুলি। শরীর যখন ত্বকের চেয়ে অনেক দ্রুত গতিতে বেড়ে ওঠে তখন এই স্ট্রেচ মার্কসগুলিকে আরো স্পষ্ট দেখা যায়। ছবি: প্রতীকী।
advertisement
*অবশ্য নিজের শারীরিক সৌন্দর্য্যকে সবসময় মেনে নেওয়া শ্রেয়। কিছু মহিলা তাদের স্ট্রেচ মার্কস নিয়ে কোনোরকম দ্বিধা করেন না। তাঁরা মনে করেন এইগুলি তাদের সন্তানেদের থেকে পাওয়া স্নেহ-ভালোবাসার চিহ্ন যা তাঁরা সারাজীবন বহন করতে রাজি। তবে আপনি যদি এগুলির থেকে মুক্তি পেতে চান, তার কিছু উপায় আসুন আমরা আলোচনা করে নিই। ছবি: প্রতীকী।
advertisement
advertisement
advertisement
*সুষম আহার: দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবে অনেকসময় স্ট্রেচ মার্কস দেখা দিতে পারি। বিশেষত যেগুলি ত্বকের যত্নের জন্য খুবই দরকারি। গর্ভাবস্থায় প্রয়োজনীয় কোন পুষ্টির যাতে কোনওরকম অভাব না হয় সেটা নিশ্চিত করতে সঠিক ডায়েট পালন করুন। নিজের ডায়েট এ যোগ করুন ভিটামিন-সি, ভিটামিন-ডি, ভিটামিন-ই, জিঙ্ক এবং প্রোটিনযুক্ত খাবার।
advertisement
*ভিটামিন-সি: ত্বকের ইলাস্টিসিটি বজায়ে রাখতে কোলাজেন এক বিশেষ ভূমিকা পালন করে। এটি ত্বকের উপরে পড়া রিঙ্কেল সরাতেও আমাদের সাহায্য করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল স্ট্রেচ মার্কস দূরে রাখা। বিভিন্ন ফল ও সব্জির মধ্যে পাওয়া যায় ভিটামিন সি, বিশেষত টক জাতীয় ফল যেমন কমলালেবু ও পাতিলেবু। ছবি: প্রতীকী।
advertisement
advertisement