শুধু স্বাদ-গন্ধে নয়, পুষ্টিতেও রাজা বাঙালির প্রিয় ইলিশ, তবে ছোট-বড় না মাঝারি কোন ইলিশ কিনবেন!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তাই ভাপা থেকে পাতুরি খান মনের আনন্দে৷ তবে জেনে বাজারে যান কোন সাইজের মাছ কিনলে আপনার স্বাস্থ্য থাকবে সুরক্ষিত৷
সময় বড় খারাপ চলছে, করোনা কালে মানুষ স্বাদের কথা শিকেয় তুলে খুঁজছেন পুষ্টিগুণ! বাঙালির খাওয়া কন্টিনেন্টালের চাকা ছেড়ে ফিরে এসেছে মা -ঠাকুমার তুলসি -হলুদে৷ সবেতেই হিসেব যাক বাবা দিনের কোটার ভিটামিন সি খাওয়া হল, জিঙ্কটা ঠিক গেল তো! তবে বাঙালিকে খুশি করার মতো খবর আছে এখানে৷ তাদের সবচেয়ে পছন্দের মাছ -অর্থাৎ ইলিশ খেতে পারেন জমিয়ে৷ কারণ মাছের রাজা তো আর সে শুধু শুধু হয়নি, পুষ্টিগুণে ভরপুর এই সুস্বাদু মাছ ৷ Photo-PTI
advertisement
ফ্যাট ২ ধরণের হয় আর ইলিশ মাছে ফ্যাটের পরিমাণ বেশি৷ তবে সেটি হল ভাল ফ্যাট৷ ইলিশ মাছে পলি আনস্যাচুরেটেড এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণই বেশি৷ যা আমাদের শরীরের জন্য উপকারি৷ মাঝারি সাইজের ইলিশ মাছ সবচেয়ে পুষ্টিকর৷ মোটামুটি সাতশো থেকে এক কেজির ওজনের ইলিশ মাছের মধ্যেই একমাত্র পলি ও মনো আন-স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়৷ Photo- Collected
advertisement
advertisement
তাই মাঝারি সাইজের ইলিশ মাছ আছে প্রচুর প্রোটিন, জিঙ্ক, ক্রোমিয়াম, সেলেনিয়ামের মতো খনিজ৷ ১০০ গ্রাম ইলিশ মাছে রয়েছে ২২.৩ শতাংশ প্রোটিন৷ করোনা কালে জিঙ্কের গুরুত্ব সকলেই এতদিন জেনে গেছেন৷ এছাড়াও জিঙ্ক ডায়াবেটিস রোগীদের পক্ষে খুব ভালো৷ সেলেনিয়াম আবার অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে৷ এছাড়াও রয়েছে ক্যালসিয়াম আর আয়রনের পুষ্টিগুণও৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement
advertisement
ইলিশের পাতুরি-ভাপা-ঝাল -ঝোলও সবই সুস্বাদু তাই যেটা ইচ্ছা সেটাই খেতে কোনও বাধা নেই ৷ কিন্তু একটাই জিনিস মাথায় রাখবেন ইলিশ মাছটা যেন প্রচণ্ড কড়া করে না ভাজা হয়৷ কারণ উঁচু আঁচে প্রোটিন যেমন নষ্ট হয়ে যায় ঠিক তেমনিই অন্যান্য গুণগুলিও নষ্ট হয়ে যায়৷ তাই মাছটা যেন কম ভাজা হয় শুধু এটাই নজর রাখবেন৷ Photo- Collected