Weight Loss In Thyroid: 'থাইরয়েড' হয়েছে? কিছুতেই ওজন কমছে না? টেনশন ছাড়ুন, এই কয়েকটা খাবারেই ওজন কমবে ঝটপট
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
থাইরয়েড (হাইপোথাইরয়েডিজম)-এ ওজন কমানো সত্যিই খুব কষ্টসাধ্য! থাইরয়েড হলে মেটাবলিজম কমে যায়, ফলে হজমের সমস্যা হয়, ওজন বাড়ে ঝটপট এবং তা কমতে চায় না। মেটাবলিজম-এর হার কমে গেলে ব্লাড প্রেশার ও কোলেস্টেরল-ও বেড়ে যেতে পারে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আয়োডিন খাওয়া বাড়িয়ে দিন-- সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের ১/৩ জনসংখ্যা আয়োডিনের অভাবে ভোগেন। আয়োডিন শরীরে থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা সঠিক রাখে। কাজেই থাইরয়েড থাকলে ডায়েটে বেশি করে আয়োডিন রাখুন, যাতে থাইরয়েড গ্ল্যান্ড বেশি পরিমাণে TSH হরমোন ক্ষরণ করতে পারে। নুন, মাছ, দুগ্ধজাত খাবার, ডিমে আয়োডিন থাকে।
advertisement
advertisement
advertisement