Weekend Trip: চেনা ছন্দে ফিরছে বকখালি! মাত্র ৫০০ টাকায় ঘুরে আসতে পারবেন! খুব সস্তায় মিলছে হোটেল!
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: হঠাৎ করে ভিড় বাড়ছে বকখালিতে। বর্ষা পড়তেই যেন বকখালি ফিরে পেয়েছে তার ছন্দ। ভিড়ে ঠাসা বকখালি দেখে খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয়রাও।
advertisement
সমুদ্র সৈকত দূরে সরে গিয়েছে বলে বকখালির বদনাম ছিল। কিন্তু বর্ষার শুরুতে জলের স্তর বেড়েছে। ফলে সমুদ্র সৈকত এগিয়ে এসেছে। ঢেউ চলে আসছে পাড়ের কাছে, বড়-বড় ঢেউ আসছে। ফলে বকখালি এখন নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়াও সস্তার ভ্রমণ কম সময়ে সমুদ্র সৈকত দেখার আনন্দও কাছে টানছে পর্যটকরা।
advertisement
advertisement
এদিকে পর্যটক বেশি আসার খবরে খুশি সকলেই। এখানে আরও কিছু পরিকাঠামোগত উন্নয়ন করলে আরও পর্যটক বাড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। এ নিয়ে স্থানীয় বাসিন্দা তথা সমুদ্র সৈকতের এক ফটোগ্রাফার দিবাকর চৌধুরী জানান, "আগের থেকে অনেক পর্যটক বেশি আসছে। যা একটি খুশির খবর। এর সঙ্গে আরও পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে।"
advertisement
advertisement









