Weekend Trip: অরিজিৎ সিং কাটিয়েছেন দু'দিন, সপ্তাহান্তে নিরিবিলিতে সময় কাটানোর জন্য সেরা 'এই' রিসর্ট, সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন, রইল ঠিকানা
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: নির্জন পরিবেশে প্রকৃতির কোলে সময় কাটানোর দারুণ ঠিকানা। বর্ষার মরশুমে যদি নির্জনে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর ইচ্ছে হয়, তাহলে পূর্ব বর্ধমান জেলার বেলুন গ্রামের এই হোমস্টে হতে পারে আদর্শ গন্তব্য।
advertisement
advertisement
*জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-ও এক সময় নিরিবিলিতে সময় কাটাতে এসেছিলেন এই হোমস্টেতে। এখানে রয়েছে মোট চারটি এসি রুম, যেখানে প্রতিটি ঘরে চারজন করে থাকতে পারেন। প্রতিদিন প্রতিজনের থাকা-খাওয়ার খরচ মাত্র ২৫০০ টাকা। প্রতিটি রুম সুন্দরভাবে সাজানো ও পরিচ্ছন্ন। এখানকার পরিবেশ একেবারে শান্ত, নির্জন ও যা যে কোনও পর্যটকের মন জয় করে নিতে বাধ্য।
advertisement
advertisement
*এখানকার বিশেষ আকর্ষণ মাছ দ্বারা স্পা করানোর ব্যবস্থা। জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকলেই ছোট ছোট মাছেরা তুলে নেয় মৃত চামড়া। এছাড়াও শিবায় নদীতে বোটিং করার সুবিধাও রয়েছে। এখান থেকে মাত্র ১০ কিমি দূরে এমন একটি স্থান রয়েছে, যেখানে নৌকায় করে গিয়ে দেখা যায় বিরল প্রজাতির গাঙ্গেয় শুশুক-সহ আরও বিভিন্ন পশু পাখি দেখা যায়। এছাড়া রাতেও নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে।
advertisement
advertisement







