Weekend Trip: পুজোর ছুটিতে কাছে-পিঠে বেড়াতে চান? দিঘার কাছেই রয়েছে এক নির্জন ও গ্রাম্য প্রকৃতির ঠিকানা! খুব সস্তায় ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: শহরের বাঁধা ধরা জীবনে একঘেয়েমি থেকে মুক্তি পেতে চায় মন। মন খুঁজে কোনও গ্রাম্য পরিবেশ। কিন্তু গ্রাম্য পরিবেশে বেড়ানোর জায়গা খুবই কম। তবে আর চিন্তা নেই দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে।
1/7
গ্রাম্য পরিবেশের সঙ্গে একাত্ম হতে চান! তাহলে আসুন এই জায়গায়। শহরে বাঁধা ধরা জীবনে একঘেয়েমি থেকে মুক্তি পেতে চায় মন। মন খুঁজে কোন গ্রাম্য পরিবেশ। কিন্তু গ্রাম্য পরিবেশে বেড়ানোর জায়গা খুবই কম। তবে আর চিন্তা নেই দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে
গ্রাম্য পরিবেশের সঙ্গে একাত্ম হতে চান! তাহলে আসুন এই জায়গায়। শহরে বাঁধা ধরা জীবনে একঘেয়েমি থেকে মুক্তি পেতে চায় মন। মন খুঁজে কোন গ্রাম্য পরিবেশ। কিন্তু গ্রাম্য পরিবেশে বেড়ানোর জায়গা খুবই কম। তবে আর চিন্তা নেই দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে।
advertisement
2/7
পুজোর ছুটিতে মন বসে না ঘরেতে। অনেকের আগে থেকে দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে। কিন্তু একেবারেই প্ল্যান ছাড়া কাছে-পিঠে বেড়াতে যেতে ভালবাসেন ভ্রমণ প্রিয় বহু বাঙালিরা। গ্রাম্য পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে মন প্রাণ জুড়িয়ে নিতে চায়। সেইসব ভ্রমণ প্রিয় বাঙালির জন্য একেবারেই আদর্শ এই ইকো ট্যুরিজম রিসোর্ট
পুজোর ছুটিতে মন বসে না ঘরেতে। অনেকের আগে থেকে দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে। কিন্তু একেবারেই প্ল্যান ছাড়া কাছে-পিঠে বেড়াতে যেতে ভালবাসেন ভ্রমণ প্রিয় বহু বাঙালিরা। গ্রাম্য পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে মন প্রাণ জুড়িয়ে নিতে চায়। সেইসব ভ্রমণ প্রিয় বাঙালির জন্য একেবারেই আদর্শ এই ইকো ট্যুরিজম রিসোর্ট।
advertisement
3/7
শহরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসোর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসোর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ।
শহরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসোর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসোর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ।
advertisement
4/7
রিসোর্ট রয়েছে মাটির ও বাঁশের তৈরি ঘরবাড়ি ব্যাম্বু কটেজ রয়েছে চারটি। এবং মাড হাউস রয়েছে চারটি। রিসোর্ট জুড়ে রয়েছে একাধিক ফুল ও ফলের গাছ। এছাড়াও রিসোর্ট ভেতরে রয়েছে বড়পুকুর। দোলনা, খেলার মাঠ, গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে একটি মিউজিয়াম।
রিসোর্ট রয়েছে মাটির ও বাঁশের তৈরি ঘরবাড়ি ব্যাম্বু কটেজ রয়েছে চারটি। এবং মাড হাউস রয়েছে চারটি। রিসোর্ট জুড়ে রয়েছে একাধিক ফুল ও ফলের গাছ। এছাড়াও রিসোর্ট ভেতরে রয়েছে বড়পুকুর। দোলনা, খেলার মাঠ, গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে একটি মিউজিয়াম।
advertisement
5/7
এই ইকো ট্যুরিজমের রিসোর্টে পরিচালক নিলাঞ্জন বসু জানিয়েছেন, 'বর্তমানে শহুরে জীবন মানুষের মনে ক্লান্তি এনেছে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সাধ থাকে অনেকেরই। কিন্ত বেশিরভাগ বেড়াতে যাওয়ার জায়গা সেই সুযোগ নেই। একেবারে গ্রাম্য প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এই ইকো ট্যুরিজম রিসোর্টটি সেক্ষেত্রে আদর্শ জায়গা। প্রকৃতির মাঝে বেড়ানোর স্বাদ উপভোগ করতে পারবে পর্যটকেরা।
এই ইকো ট্যুরিজমের রিসোর্টে পরিচালক নিলাঞ্জন বসু জানিয়েছেন, 'বর্তমানে শহুরে জীবন মানুষের মনে ক্লান্তি এনেছে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সাধ থাকে অনেকেরই। কিন্ত বেশিরভাগ বেড়াতে যাওয়ার জায়গা সেই সুযোগ নেই। একেবারে গ্রাম্য প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এই ইকো ট্যুরিজম রিসোর্টটি সেক্ষেত্রে আদর্শ জায়গা। প্রকৃতির মাঝে বেড়ানোর স্বাদ উপভোগ করতে পারবে পর্যটকেরা।'
advertisement
6/7
দিঘা যাওয়ার রাস্তায় কালিনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। মনচাষা রিসোর্ট আপনি ফোনে বা ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন। ওয়েবসাইট হল, www.monchasha.com । ফোন নাম্বার: 9477476376, 9831095234 ।
দিঘা যাওয়ার রাস্তায় কালিনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। মনচাষা রিসোর্ট আপনি ফোনে বা ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন। ওয়েবসাইট হল, www.monchasha.com । ফোন নাম্বার: 9477476376, 9831095234 ।
advertisement
7/7
পাঁউশি গ্রামে এই রিসোর্টটিতে আলাদা খাওয়ার জায়গা। বসার জন্য একটি ওয়াচ টাওয়ার। সব মিলিয়ে গ্রাম্য প্রকৃতিতে এই রিসোর্ট একটি আদর্শ ইকো ট্যুরিজমের উদাহরণ। ফলে শহরে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে চাইলে চলে আসুন এই ইকো ট্যুরিজম রিসোর্টে।(ছবি ও তথ্য: সৈকত শী)
পাঁউশি গ্রামে এই রিসোর্টটিতে আলাদা খাওয়ার জায়গা। বসার জন্য একটি ওয়াচ টাওয়ার। সব মিলিয়ে গ্রাম্য প্রকৃতিতে এই রিসোর্ট একটি আদর্শ ইকো ট্যুরিজমের উদাহরণ। ফলে শহরে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে চাইলে চলে আসুন এই ইকো ট্যুরিজম রিসোর্টে। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
advertisement
advertisement