Weekend Trip: পুজোর ছুটিতে কাছে-পিঠে বেড়াতে চান? দিঘার কাছেই রয়েছে এক নির্জন ও গ্রাম্য প্রকৃতির ঠিকানা! খুব সস্তায় ঘুরে আসুন
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: শহরের বাঁধা ধরা জীবনে একঘেয়েমি থেকে মুক্তি পেতে চায় মন। মন খুঁজে কোনও গ্রাম্য পরিবেশ। কিন্তু গ্রাম্য পরিবেশে বেড়ানোর জায়গা খুবই কম। তবে আর চিন্তা নেই দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে।
গ্রাম্য পরিবেশের সঙ্গে একাত্ম হতে চান! তাহলে আসুন এই জায়গায়। শহরে বাঁধা ধরা জীবনে একঘেয়েমি থেকে মুক্তি পেতে চায় মন। মন খুঁজে কোন গ্রাম্য পরিবেশ। কিন্তু গ্রাম্য পরিবেশে বেড়ানোর জায়গা খুবই কম। তবে আর চিন্তা নেই দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে।
advertisement
পুজোর ছুটিতে মন বসে না ঘরেতে। অনেকের আগে থেকে দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে। কিন্তু একেবারেই প্ল্যান ছাড়া কাছে-পিঠে বেড়াতে যেতে ভালবাসেন ভ্রমণ প্রিয় বহু বাঙালিরা। গ্রাম্য পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে মন প্রাণ জুড়িয়ে নিতে চায়। সেইসব ভ্রমণ প্রিয় বাঙালির জন্য একেবারেই আদর্শ এই ইকো ট্যুরিজম রিসোর্ট।
advertisement
advertisement
advertisement
এই ইকো ট্যুরিজমের রিসোর্টে পরিচালক নিলাঞ্জন বসু জানিয়েছেন, 'বর্তমানে শহুরে জীবন মানুষের মনে ক্লান্তি এনেছে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার সাধ থাকে অনেকেরই। কিন্ত বেশিরভাগ বেড়াতে যাওয়ার জায়গা সেই সুযোগ নেই। একেবারে গ্রাম্য প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এই ইকো ট্যুরিজম রিসোর্টটি সেক্ষেত্রে আদর্শ জায়গা। প্রকৃতির মাঝে বেড়ানোর স্বাদ উপভোগ করতে পারবে পর্যটকেরা।'
advertisement
advertisement









