পুজো কাটাতে চান একটু অন্যভাবে? কলকাতার খুব কাছেই রয়েছে 'পারফেক্ট' জায়গা, রইল বেড়ানোর খুঁটিনাটি

Last Updated:
দুর্গাপুজার ছুটিতে কম খরচে ও কম সময়ে প্রকৃতির মাঝে থাকতে চান? পূর্ব বর্ধমানের ভালকী মাচানের অরণ্যসুন্দরী রিসর্ট হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।
1/6
দুর্গাপুজো মানেই কয়েকটা দিন শুধু আনন্দ, ভ্রমণ আর নতুন কিছু। তবে অনেকেই আছেন যাদের পক্ষে দূরে কোথাও দীর্ঘ সফরে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কাছেপিঠে কিন্তু এমন অনেক জায়গাই রয়েছে যেখানে একদিন বা দুদিনে সুন্দরভাবে কাটানো যায় ছুটি। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অরণ্যসুন্দরী রিসর্ট সেই রকমই এক আদর্শ গন্তব্য, যেখানে পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)
দুর্গাপুজো মানেই কয়েকটা দিন শুধু আনন্দ, ভ্রমণ আর নতুন কিছু। তবে অনেকেই আছেন যাদের পক্ষে দূরে কোথাও দীর্ঘ সফরে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে কাছেপিঠে কিন্তু এমন অনেক জায়গাই রয়েছে যেখানে একদিন বা দুদিনে সুন্দরভাবে কাটানো যায় ছুটি। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অরণ্যসুন্দরী রিসর্ট সেই রকমই এক আদর্শ গন্তব্য, যেখানে পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/6
আউশগ্রামের ভালকী মাচানের অরণ্যসুন্দরী রিসর্ট প্রকৃতির কোলে সাজানো এক মনোরম স্থান। নিরিবিলি জঙ্গলের পরিবেশ, পাখির ডাক, আর সঙ্গে আদিবাসী নৃত্য, সব মিলিয়ে এই জায়গায় কয়েক ঘণ্টা কাটালেই মন ভরে যাবে। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে যে প্রশান্তি পাবেন, তা হয়তো অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।
আউশগ্রামের ভালকী মাচানের অরণ্যসুন্দরী রিসর্ট প্রকৃতির কোলে সাজানো এক মনোরম স্থান। নিরিবিলি জঙ্গলের পরিবেশ, পাখির ডাক, আর সঙ্গে আদিবাসী নৃত্য, সব মিলিয়ে এই জায়গায় কয়েক ঘণ্টা কাটালেই মন ভরে যাবে। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে যে প্রশান্তি পাবেন, তা হয়তো অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।
advertisement
3/6
এখানে থাকার ব্যবস্থাও যথেষ্ট আরামদায়ক। খুব বেশি খরচ ছাড়াই পরিবার বা বন্ধুদের নিয়ে থাকতে পারবেন এই রিসর্টে। সাজানো-গোছানো কটেজ, পরিপাটি পরিবেশ আর সুস্বাদু খাবারের ব্যবস্থা, সব মিলিয়ে ছুটি কাটানো হবে একদম ঝামেলামুক্ত। ফলে অল্প বাজেটেই ঘুরে আসা সম্ভব হয়ে ওঠে এই সুন্দর জায়গা থেকে।
এখানে থাকার ব্যবস্থাও যথেষ্ট আরামদায়ক। খুব বেশি খরচ ছাড়াই পরিবার বা বন্ধুদের নিয়ে থাকতে পারবেন এই রিসর্টে। সাজানো-গোছানো কটেজ, পরিপাটি পরিবেশ আর সুস্বাদু খাবারের ব্যবস্থা, সব মিলিয়ে ছুটি কাটানো হবে একদম ঝামেলামুক্ত। ফলে অল্প বাজেটেই ঘুরে আসা সম্ভব হয়ে ওঠে এই সুন্দর জায়গা থেকে।
advertisement
4/6
রিসর্টের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। সেখান থেকে ঘুরে আসতে পারেন আদুরিয়া জঙ্গলে। সেখানে গেলে দেখা মিলবে ময়ূরের। আবার কাছেই রয়েছে ডোকরা গ্রাম, যেখানে দেখা যাবে দারুণ দারুণ ডোকরা শিল্পকর্ম। হস্তশিল্পপ্রেমীদের কাছে এই জায়গা হবে নিঃসন্দেহে এক বিশেষ আকর্ষণ।
রিসর্টের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। সেখান থেকে ঘুরে আসতে পারেন আদুরিয়া জঙ্গলে। সেখানে গেলে দেখা মিলবে ময়ূরের। আবার কাছেই রয়েছে ডোকরা গ্রাম, যেখানে দেখা যাবে দারুণ দারুণ ডোকরা শিল্পকর্ম। হস্তশিল্পপ্রেমীদের কাছে এই জায়গা হবে নিঃসন্দেহে এক বিশেষ আকর্ষণ।
advertisement
5/6
অরণ্যসুন্দরী রিসর্ট থেকে কালিকাপুর রাজবাড়িও ঘুরে দেখা যায়। এই রাজবাড়ি শুধু ঐতিহ্য নয়, একই সঙ্গে বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিং স্পট হিসেবেও বিখ্যাত। রাজবাড়ির ভিতরে ঢুকলেই মুগ্ধ হয়ে যাবেন এর শৈলীতে। এছাড়াও এখান থেকে বোলপুর শান্তিনিকেতনও খুব কাছেই, তাই এক সফরে একাধিক জায়গা ঘুরে ফেলার সুযোগ মিলবে।
অরণ্যসুন্দরী রিসর্ট থেকে কালিকাপুর রাজবাড়িও ঘুরে দেখা যায়। এই রাজবাড়ি শুধু ঐতিহ্য নয়, একই সঙ্গে বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের শুটিং স্পট হিসেবেও বিখ্যাত। রাজবাড়ির ভিতরে ঢুকলেই মুগ্ধ হয়ে যাবেন এর শৈলীতে। এছাড়াও এখান থেকে বোলপুর শান্তিনিকেতনও খুব কাছেই, তাই এক সফরে একাধিক জায়গা ঘুরে ফেলার সুযোগ মিলবে।
advertisement
6/6
সব মিলিয়ে দুর্গাপুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য অরণ্যসুন্দরী রিসর্ট নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। জঙ্গল ঘেরা পরিবেশ, সাংস্কৃতিক ছোঁয়া, ঐতিহাসিক নিদর্শন আর বাজেট-সহায়ক থাকার ব্যবস্থা সবই রয়েছে এখানে। তাই এবারের পুজোয় যদি কাছেপিঠে অন্যরকম এক অভিজ্ঞতা নিতে চান, তবে আউশগ্রামের এই অরণ্যসুন্দরী রিসর্ট হতে পারে আপনার জন্য একদম সেরা পছন্দ। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)
সব মিলিয়ে দুর্গাপুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য অরণ্যসুন্দরী রিসর্ট নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। জঙ্গল ঘেরা পরিবেশ, সাংস্কৃতিক ছোঁয়া, ঐতিহাসিক নিদর্শন আর বাজেট-সহায়ক থাকার ব্যবস্থা সবই রয়েছে এখানে। তাই এবারের পুজোয় যদি কাছেপিঠে অন্যরকম এক অভিজ্ঞতা নিতে চান, তবে আউশগ্রামের এই অরণ্যসুন্দরী রিসর্ট হতে পারে আপনার জন্য একদম সেরা পছন্দ। (তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement