Weekend Tourist Spot: মাত্র দেড় ঘণ্টার দূরত্ব, খুবই স্বল্প খরচ! গরমে কলকাতার কাছেই এই উইকেন্ডে স্পটে না গেলে বড় মিস

Last Updated:
Weekend Tourist Spot: উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমায় অবস্থিত মিনাখার নিমিচি বাগান বাড়ি একেবারে গ্রামবাংলার আবহ নিয়ে হাজির। এখানে আসলে শহরের কোলাহল ভুলে মন হারিয়ে যাবে সবুজে ঘেরা প্রকৃতির কোলে।
1/6
এই ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি কাটাতে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানো প্রয়োজন। কলকাতার একেবারে কাছে এমন একটি মনোরম ও শান্ত পরিবেশের খোঁজ মিলবে মিনাখার নিমিচি বাগান বাড়িতে। মাত্র দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত এই জায়গাটি একদিনের ছোট ট্রিপের জন্য আদর্শ।
এই ব্যস্ত নাগরিক জীবনের ক্লান্তি কাটাতে প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানো প্রয়োজন। কলকাতার একেবারে কাছে এমন একটি মনোরম ও শান্ত পরিবেশের খোঁজ মিলবে মিনাখার নিমিচি বাগান বাড়িতে। মাত্র দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত এই জায়গাটি একদিনের ছোট ট্রিপের জন্য আদর্শ।
advertisement
2/6
উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমায় অবস্থিত মিনাখার নিমিচি বাগান বাড়ি একেবারে গ্রামবাংলার আবহ নিয়ে হাজির। এখানে আসলে শহরের কোলাহল ভুলে মন হারিয়ে যাবে সবুজে ঘেরা প্রকৃতির কোলে।
উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমায় অবস্থিত মিনাখার নিমিচি বাগান বাড়ি একেবারে গ্রামবাংলার আবহ নিয়ে হাজির। এখানে আসলে শহরের কোলাহল ভুলে মন হারিয়ে যাবে সবুজে ঘেরা প্রকৃতির কোলে।
advertisement
3/6
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশবিদ্যাধরীর কাছাকাছি অবস্থিত এই স্পটে চারদিকে জলরাশি, গাছপালা ও পাখির কিচিরমিচিরে মন ভরে উঠবে। প্রকৃতির এই নির্জনতা ও শান্ত পরিবেশ আপনাকে এনে দেবে মানসিক প্রশান্তি।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশবিদ্যাধরীর কাছাকাছি অবস্থিত এই স্পটে চারদিকে জলরাশি, গাছপালা ও পাখির কিচিরমিচিরে মন ভরে উঠবে। প্রকৃতির এই নির্জনতা ও শান্ত পরিবেশ আপনাকে এনে দেবে মানসিক প্রশান্তি।
advertisement
4/6
শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা, শুধু বড়দেরই নয়, শিশুদের মনোরঞ্জনের জন্যও রয়েছে দোলনা, স্লাইডসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। ফলে পরিবারসহ এখানে সময় কাটানো যাবে দারুণভাবে।
শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা, শুধু বড়দেরই নয়, শিশুদের মনোরঞ্জনের জন্যও রয়েছে দোলনা, স্লাইডসহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা। ফলে পরিবারসহ এখানে সময় কাটানো যাবে দারুণভাবে।
advertisement
5/6
কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ বাজার হয়ে টাকি রোড দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই বাগান বাড়িতে। মিনাখা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্পটে যেতে বাইক, নিজস্ব গাড়ি কিংবা বাস উভয়ই উপযুক্ত।
কলকাতা থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ বাজার হয়ে টাকি রোড দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই বাগান বাড়িতে। মিনাখা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্পটে যেতে বাইক, নিজস্ব গাড়ি কিংবা বাস উভয়ই উপযুক্ত।
advertisement
6/6
এই স্পটের মাঝেই আছে বড়ো জলাশয় যেখানে মাছ দেখার সুযোগ। স্পটটির চারপাশে রয়েছে বড় দিঘী, যেখানে রং-বেরঙের মাছের সমারোহ দেখা যাবে।
এই স্পটের মাঝেই আছে বড়ো জলাশয় যেখানে মাছ দেখার সুযোগ। স্পটটির চারপাশে রয়েছে বড় দিঘী, যেখানে রং-বেরঙের মাছের সমারোহ দেখা যাবে।
advertisement
advertisement
advertisement