Weekend Getaway: পাহাড়, জঙ্গল, বন্যজন্তু, লোকদেবীকে নিয়ে রহস্যের গল্প, ঘুরে আসুন বাংলার ‘আরাকু ভ্যালি’ থেকে!

Last Updated:
Weekend Getaway: বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়, বাংলার 'আরাকু ভ্যালি' নামে পরিচিত, ট্রেকিং ও আধ্যাত্মিকতার জন্য এক দারুণ জায়গা। এর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ মন মুগ্ধ করে।
1/6
বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়, বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ। তবে শুশুনিয়া পাহাড়ের মত যেন জনপ্রিয়তা নেই এই পাহাড়ের। পর্যটন ক্ষেত্রে হোক কিংবা সবুজায়ন সবক্ষেত্রেই যেন পিছনের আসনে থাকে বিহারীনাথ।
বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়, বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ। তবে শুশুনিয়া পাহাড়ের মত যেন জনপ্রিয়তা নেই এই পাহাড়ের। পর্যটন ক্ষেত্রে হোক কিংবা সবুজায়ন সবক্ষেত্রেই যেন পিছনের আসনে থাকে বিহারীনাথ।
advertisement
2/6
আধ্যাত্মিক কারণে হোক কিম্বা ঘুরে দেখার জন্য প্রতিবছর বিহারীনাথ পাহাড়ে হাজার হাজার পর্যটকের ভিড় জমে।
আধ্যাত্মিক কারণে হোক কিম্বা ঘুরে দেখার জন্য প্রতিবছর বিহারীনাথ পাহাড়ে হাজার হাজার পর্যটকের ভিড় জমে।
advertisement
3/6
বিহারিীনাথ পাহাড়টি বাঁকুড়া জেলা সদর থেকে ৫৭ কিলোমিটার এবং রানীগঞ্জ থেকে ২৪ কিমি দূরে অবস্থিত। এটি পাহাড়টি আধ্যাত্মিক সংস্কৃতির সাক্ষী বলে বিবেচিত হয়।
বিহারীনাথ পাহাড়টি বাঁকুড়া জেলা সদর থেকে ৫৭ কিলোমিটার এবং রানীগঞ্জ থেকে ২৪ কিমি দূরে অবস্থিত। এটি পাহাড়টি আধ্যাত্মিক সংস্কৃতির সাক্ষী বলে বিবেচিত হয়।
advertisement
4/6
বিহারীনাথ পাহাড়ে রয়েছে থাকার সুব্যবস্থা। নিম্নবিত্ত থেকে শুরু করে এলাহী আয়োজন সবই পেয়ে যাবেন এই পাহাড় সংলগ্ন এলাকায়।
বিহারীনাথ পাহাড়ে রয়েছে থাকার সুব্যবস্থা। নিম্নবিত্ত থেকে শুরু করে এলাহী আয়োজন সবই পেয়ে যাবেন এই পাহাড় সংলগ্ন এলাকায়।
advertisement
5/6
চোখ ধাঁধান প্রাকৃতিক সৌন্দর্য, কুলকুল করে বয়ে যাওয়া জলের ধারা, মন্দিরের ঘন্টার গভীর শব্দ আপনার জন্য অবশ্যই একটি শান্তিপূর্ণ জায়গা তৈরি করবে। দর্শন করুন বিহারীনাথ খ্যাত শিবলিঙ্গ।
চোখ ধাঁধান প্রাকৃতিক সৌন্দর্য, কুলকুল করে বয়ে যাওয়া জলের ধারা, মন্দিরের ঘন্টার গভীর শব্দ আপনার জন্য অবশ্যই একটি শান্তিপূর্ণ জায়গা তৈরি করবে। দর্শন করুন বিহারীনাথ খ্যাত শিবলিঙ্গ।
advertisement
6/6
বিহারীনাথ পাহাড় ট্রেকারদের জন্য যথেষ্ট আকর্ষণীয় জায়গা। অনেকেই এখান থেকে রক ক্লাইম্বার হিসাবে আপনার যাত্রা শুরু করতে পারেন। স্থানীয় রিসর্ট এর মালিক অনুপম সেন বলেন,
বিহারীনাথ পাহাড় ট্রেকারদের জন্য যথেষ্ট আকর্ষণীয় জায়গা। অনেকেই এখান থেকে রক ক্লাইম্বার হিসাবে আপনার যাত্রা শুরু করতে পারেন। স্থানীয় রিসর্ট এর মালিক অনুপম সেন বলেন,"শুশুনিয়া পাহাড়ের থেকে বিহারীনাথের জনপ্রিয়তা অনেকটাই কম, কিন্তু এটি ঘুরে দেখার একটি খুব ভাল জায়গা।"
advertisement
advertisement
advertisement