Break Up: ব্রেক আপ করতে চান, কিন্তু বলতে পারছেন না? দেখুন এই উপায়গুলির মধ্যে কোনওটা কাজে লাগে কিনা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Break Up: ব্রেক আপের সিদ্ধান্ত নিলেও সেটা মুখে বলা কঠিন হয়ে দাঁড়ায়৷
প্রেমের সম্পর্কে ভাল লাগার মুহূর্ত যেমন থাকে, তেমনই আসে ব্রেক আপ বা বিচ্ছেদের সময়৷ যদি একই জুটির প্রেমিক ও প্রেমিকা সুরে ছন্দে থাকতে না পারে তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত খারাপ লাগলেও৷ কারণ সুর তাল ছন্দ কেটে যাওয়া সম্পর্ক বয়ে বেড়ানো অর্থহীন৷ কিন্তু ব্রেক আপের সিদ্ধান্ত নিলেও সেটা মুখে বলা কঠিন হয়ে দাঁড়ায়৷
advertisement
ব্রেক আপের সিদ্ধান্তের কথা জানানোর সব থেকে সেরা উপায় হল মুখোমুখি বসে কথা বলা৷ নিভৃত শান্ত কোনও জায়গায় বসে আলোচনা করুন৷ জানান, আপনি কেন সরে যেতে চাইছেন সম্পর্ক থেকে৷ তবে কথার শেষ পর্যন্ত আপনি সৎ থাকুন৷ নিজের প্রতি, সঙ্গীর প্রতি, সম্পর্কের প্রতি৷ সম্পর্ক থেকে বেরিয়ে এলেও সঙ্গীর আবেগের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখুন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement