৫০ ডিগ্রিতেও গরম হবে না ছাদে রাখা জলের ট্যাঙ্ক...! এই ছোট্ট 'ট্রিক' করবে কামাল, কম খরচেই ফ্রিজের মতো কনকনে ঠান্ডা জল, গ্যারান্টি!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Water Tank: তীব্র গরম থেকে বাঁচতে আমরা এয়ার কন্ডিশনার ও কুলারের তলায় গিয়ে শান্তি খুঁজি ঠিকই কিন্তু সমস্যায় পড়তে হয় ট্যাঙ্কের জল নিয়ে। ছাদের তীব্র গরমে, বিকেলের দিকে ট্যাঙ্কে রাখা জল খুব গরম হয়ে যায়। এই কারণে, যখন আমরা হাত বা মুখ ধোয়ার জন্য ট্যাপ খুলি, তখন ফুটন্ত জল আমাদের হাতে এসে পড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার আছে আরও একটি দুর্ধর্ষ উপায় যাতে প্রায় বিনা খরচেই ট্যাপ থেকে পাবেন ফ্রিজের মতো ঠান্ডা জল। এর জন্য আপনি পাটের বস্তা ব্যবহার করতে পারেন। যার জন্য আপনার পরিশ্রম ও পয়সা লাগবে সামান্যই। আপনাকে শুধুমাত্র পাটের ব্যাগ ভিজিয়ে ট্যাঙ্কটি ঢেকে দিতে হবে। পাট তাপ শোষণ করতে দেয় না। তাই জল থাকবে স্বাভাবিক ও ঠান্ডা।