Water Tank Cleaning: থাকবে না গন্ধ,ময়লা, এই উপায়ে মাত্র ১০ টাকা খরচে জলের ট্যাঙ্ক বানান ঝকঝকে, নতুনের মতো
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দীর্ঘদিন ট্যাঙ্ক পরিষ্কার না করলে ট্যাঙ্কে কাদা, শ্যাওলা ও জীবাণু জমে যায়। ফলে জল পচে যেতে শুরু করে এবং নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ে। কাজেই সুস্থ থাকতে ট্যাঙ্ক পরিষ্কার রাখতেই হবে!
আমরা নিত্যদিন যে জল খাই, যে জলে স্নান করি এবং যে জলে রান্না করি, সেই জল আসে বাড়ি বা আবাসনের ট্যাঙ্ক থেকে! এবার ৯৯ শতাংশ মানুষই কিন্তু জানেন না, সেই ট্যাঙ্কের ভিতর জল আদতে কী অবস্থায় আছে! দীর্ঘদিন ট্যাঙ্ক পরিষ্কার না করলে ট্যাঙ্কে কাদা, শ্যাওলা ও জীবাণু জমে যায়। ফলে জল পচে যেতে শুরু করে এবং নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ে। কাজেই সুস্থ থাকতে ট্যাঙ্ক পরিষ্কার রাখতেই হবে! মিস্ত্রি ডাকার প্রয়োজন নেই! আপনি নিজেই, এক্কেবারে ঘরোয়া উপায়ে মাত্র ৫ মিনিটে ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলতে পারবেন! তাও আবার বিনা পরিশ্রমেই! জেনে নিন সেই পদ্ধতিই--
advertisement
ট্যাঙ্ক পরিষ্কার করতে এক্সপার্ট বেকিং সোডা। এক বালতি গরম জলে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সেই জল ট্যাঙ্কে ঢেলে ১০ মিনিট রেখে দিন। তার পর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন। বেকিং সোডা ট্যাঙ্কের দুর্গন্ধও সম্পূর্ণ দূর করে দেয়। মাত্র ১০ মিনিটেই ট্যাঙ্ক হয়ে যাবে নতুনের মতো পরিষ্কার ও ঝকঝকে।
advertisement
advertisement
advertisement
