Water Tank Cleaning: থাকবে না গন্ধ,ময়লা, এই উপায়ে মাত্র ১০ টাকা খরচে জলের ট্যাঙ্ক বানান ঝকঝকে, নতুনের মতো

Last Updated:
দীর্ঘদিন ট্যাঙ্ক পরিষ্কার না করলে ট্যাঙ্কে কাদা, শ্যাওলা ও জীবাণু জমে যায়। ফলে জল পচে যেতে শুরু করে এবং নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ে। কাজেই সুস্থ থাকতে ট্যাঙ্ক পরিষ্কার রাখতেই হবে!
1/5
আমরা নিত্যদিন যে জল খাই, যে জলে স্নান করি এবং যে জলে রান্না করি, সেই জল আসে বাড়ি বা আবাসনের ট্যাঙ্ক থেকে! এবার ৯৯ শতাংশ মানুষই কিন্তু জানেন না, সেই ট্যাঙ্কের ভিতর জল আদতে কী অবস্থায় আছে! দীর্ঘদিন ট্যাঙ্ক পরিষ্কার না করলে ট্যাঙ্কে কাদা, শ্যাওলা ও জীবাণু জমে যায়। ফলে জল পচে যেতে শুরু করে এবং নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ে। কাজেই সুস্থ থাকতে ট্যাঙ্ক পরিষ্কার রাখতেই হবে! মিস্ত্রি ডাকার প্রয়োজন নেই! আপনি নিজেই, এক্কেবারে ঘরোয়া উপায়ে মাত্র ৫ মিনিটে ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলতে পারবেন! তাও আবার বিনা পরিশ্রমেই! জেনে নিন সেই পদ্ধতিই--
আমরা নিত্যদিন যে জল খাই, যে জলে স্নান করি এবং যে জলে রান্না করি, সেই জল আসে বাড়ি বা আবাসনের ট্যাঙ্ক থেকে! এবার ৯৯ শতাংশ মানুষই কিন্তু জানেন না, সেই ট্যাঙ্কের ভিতর জল আদতে কী অবস্থায় আছে! দীর্ঘদিন ট্যাঙ্ক পরিষ্কার না করলে ট্যাঙ্কে কাদা, শ্যাওলা ও জীবাণু জমে যায়। ফলে জল পচে যেতে শুরু করে এবং নানা ধরনের রোগের ঝুঁকি বাড়ে। কাজেই সুস্থ থাকতে ট্যাঙ্ক পরিষ্কার রাখতেই হবে! মিস্ত্রি ডাকার প্রয়োজন নেই! আপনি নিজেই, এক্কেবারে ঘরোয়া উপায়ে মাত্র ৫ মিনিটে ট্যাঙ্ক পরিষ্কার করে ফেলতে পারবেন! তাও আবার বিনা পরিশ্রমেই! জেনে নিন সেই পদ্ধতিই--
advertisement
2/5
ট্যাঙ্ক পরিষ্কার করতে এক্সপার্ট বেকিং সোডা। এক বালতি গরম জলে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সেই জল ট্যাঙ্কে ঢেলে ১০ মিনিট রেখে দিন। তার পর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন। বেকিং সোডা ট্যাঙ্কের দুর্গন্ধও সম্পূর্ণ দূর করে দেয়। মাত্র ১০ মিনিটেই ট্যাঙ্ক হয়ে যাবে নতুনের মতো পরিষ্কার ও ঝকঝকে।
ট্যাঙ্ক পরিষ্কার করতে এক্সপার্ট বেকিং সোডা। এক বালতি গরম জলে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সেই জল ট্যাঙ্কে ঢেলে ১০ মিনিট রেখে দিন। তার পর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন। বেকিং সোডা ট্যাঙ্কের দুর্গন্ধও সম্পূর্ণ দূর করে দেয়। মাত্র ১০ মিনিটেই ট্যাঙ্ক হয়ে যাবে নতুনের মতো পরিষ্কার ও ঝকঝকে।
advertisement
3/5
ট্যাঙ্ক পরিষ্কার করতে ভিনিগার জলে মিশিয়ে নিন। মিশ্রণটি ট্যাঙ্কে ঢেলে ৫ মিনিট রেখে দিন। ভিনিগার ট্যাঙ্কের দেওয়ালে জমে থাকা দাগ, কাদা ও শ্যাওলা নরম করে দেয়। এরপর জল সম্পূর্ণভাবে বার করে দিন, ট্যাঙ্ক পরিষ্কার হয়ে যাবে।
ট্যাঙ্ক পরিষ্কার করতে ভিনিগার জলে মিশিয়ে নিন। মিশ্রণটি ট্যাঙ্কে ঢেলে ৫ মিনিট রেখে দিন। ভিনিগার ট্যাঙ্কের দেওয়ালে জমে থাকা দাগ, কাদা ও শ্যাওলা নরম করে দেয়। এরপর জল সম্পূর্ণভাবে বার করে দিন, ট্যাঙ্ক পরিষ্কার হয়ে যাবে।
advertisement
4/5
ট্যাঙ্ক পরিষ্কারের জন্য আদর্শ হল লেবু। গরম জলে লেবুর রস ও সামান্য নুন মিশিয়ে নিন, তার পর একটি কাপড় দিয়ে সেই মিশ্রণ ট্যাঙ্কের দেওয়ালে ঘষে দিন। লেবুর অম্লীয় উপাদান ট্যাঙ্কের ময়লা ও দাগ দূর করে, ফলে ট্যাঙ্ক হয়ে ওঠে একদম চকচকে ও পরিষ্কার।
ট্যাঙ্ক পরিষ্কারের জন্য আদর্শ হল লেবু। গরম জলে লেবুর রস ও সামান্য নুন মিশিয়ে নিন, তার পর একটি কাপড় দিয়ে সেই মিশ্রণ ট্যাঙ্কের দেওয়ালে ঘষে দিন। লেবুর অম্লীয় উপাদান ট্যাঙ্কের ময়লা ও দাগ দূর করে, ফলে ট্যাঙ্ক হয়ে ওঠে একদম চকচকে ও পরিষ্কার।
advertisement
5/5
মাসে অন্তত একবার অবশ্যই ট্যাঙ্ক পরিষ্কা করুন, এতে জলবাহিত রোগ রোধ করা যাবে।
মাসে অন্তত একবার অবশ্যই ট্যাঙ্ক পরিষ্কা করুন, এতে জলবাহিত রোগ রোধ করা যাবে।
advertisement
advertisement
advertisement