চিকিৎসকরা বলছেন, জল খাওয়া অবশ্য়ই ভাল। কিন্তু অতিরিক্ত জল খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ কমতে থাকে। রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে ক্লান্তি ভাব চলে আসে। সারাদিন ঘুম ঘুম ভাব, বমি ভাব, মাথার যন্ত্রণা হতে থাকে। অতিরিক্ত প্রস্রাবের ফলেই আরও কমতে থাকে সোডিয়ামের পরিমাণ। বয়স্কদের মধ্য়ে এই সমস্য়া আরও বেশি করে দেখা যায়।
মানবদেহে কিডনি একটি ছাকনির মতো কাজ করে। বেশি পরিমাণে জল খেলে সেখানেও সমস্য়া তৈরি হতে পারে। এছাড়া শরীর থেকে পটাশিয়ামের পরিমাণও কমতে থাকে অতিরিক্ত জল খেলে। এর থেকে পিঠে ব্য়থা, বুকে ব্য়থা, লিভারে সমস্য়া পর্যন্ত হতে পারে। প্রয়োজনের তুলনায় বেশি জল খেলে হার্টের উপরেও চাপ পড়তে থাকে। ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পর্যন্ত থাকে।