Vitamin to control Insomnia: কোন ভিটামিনের অভাবে ঘুম কমতে কমতে চেপে ধরে অনিদ্রা রোগ? কী খেলে রাতে ঘুম আসবে সহজেই? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Vitamin to control Insomnia: ঘুমের রুটিন ঠিকমতো বজায় থাকলে নীরোগ থাকা সহজ হয়। একাধিক কারণে অনিদ্রার সমস্যা দেখা দেয়। তার মধ্যে আছে ভিটামিনের ঘাটতিও। কোন কোন ভিটামিনের অভাবে ঘুম কমে যায় এবং পর্যাপ্ত ঘুম হয় না?
advertisement
অনিদ্রা বা ঘুম কমে যাওয়ার জন্য সবথেকে বেশি দায়ী ডায়েটে ভিটামিন ডি-এর ঘাটতি। হাড়ের সুস্থতার পাশাপাশি ভিটামিন ডি খেয়াল রাখে ঘুমের। পর্যাপ্ত ভিটামিন ডি খেলে সুনিদ্রা হয়। স্লিপ অ্যাপনিয়া সংক্রান্ত সমস্যাও দূর হয় এই ভিটামিনে। সূর্যালোক ছাড়াও এই ভিটামিন পাবেন সামুদ্রিক মাছ, জিনের কুসুম, ডেয়ারিজাত খাবার ও ফলের রসে।
advertisement
advertisement
advertisement
advertisement