Summer Vacation Agra Tour: গরমের ছুটিতে আগ্রার তাজ মহলে বেড়াতে যাবেন? এই টিপস গুলো মাথায় রাখলে ট্যুর হবে fantastic!
- Published by:Pooja Basu
- Written by:Trending Desk
Last Updated:
কেউ যদি এই মরশুমে তাজমহল দেখার পরিকল্পনা করেন, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি।
বেড়াতে বের হয় মানুষ সারা বছরই! একঘেয়ে রুটিন থেকে ছুটি নিয়ে ঘুরে আসে পছন্দের জায়গা। গরমের ছুটিতে তো বেড়ানোর ভিড় বাড়বেই। তবে, গরমে বেড়াতে গেলে লোকজন সাধারণত ঠান্ডা জায়গাই বেছে নেন। যেমন, কোনও পাহাড়ি এলাকা। শৈলশহরগুলোয় এই সময়ে তাই ভিড় উপচে পড়ে। তবে, তাজমহলের কথা আলাদা। সে শাশ্বত প্রেমের প্রতীক, বিশ্বের আশ্চর্য স্থাপত্যের তালিকাভুক্ত। তাই তাজমহল দেখতে সারা বছরই ভিড় থাকে।
advertisement
যদিও, প্রেমের শহর আগ্রা আজকাল রয়েছে তীব্র গরমের কবলে। সূর্যের তাপ এতই প্রখর যে প্রেমের নিদর্শন তাজমহলও এই তাপের সামনে ফ্যাকাশে দেখাতে শুরু করেছে। গরমে দুর্ভোগে পড়েছেন এখানে বেড়াতে আসা পর্যটকরা। কেউ কেউ গরমের কারণে মাথা ঘুরে পড়েও যাচ্ছেন। এমন পরিস্থিতিতে, কেউ যদি এই মরশুমে তাজমহল দেখার পরিকল্পনা করেন, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি।
advertisement
advertisement
advertisement
প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখতে হবে: ছোট বাচ্চাদের জন্য সবসময় ছাতা, জলের বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখতে হবে।নিজেদের সঙ্গে এনার্জি ড্রিঙ্কস রাখা: সম্ভব হলে ওরাল রিহাইড্রেশন সলিউশন (ORS) বা এনার্জি ড্রিঙ্ক নিজেদের সঙ্গে রাখতে হবে।হালকা ও সুতির পোশাক পরতে হবে: গরম থেকে আরাম পেতে ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে।
advertisement
সানগ্লাস এবং টুপির ব্যবহার: রোদ থেকে নিজেকে রক্ষা করতে সানগ্লাস এবং টুপি ব্যবহার করা জরুরি। আরামদায়ক জুতো পরতে হবে: তাজমহল কমপ্লেক্স পায়ে হেঁটেই ঘুরতে হবে, তাই আরামদায়ক জুতো পরা বুদ্ধিমানের কাজ।ই-রিকশা ব্যবহার করতে হবে: পার্কিং থেকে তাজমহলে পৌঁছানোর জন্য ই-রিকশা বা গল্ফ কার্ট ব্যবহার করতে হবে।
advertisement