Trip in Christmas Vacation: কালিম্পংয়ের থেকে একটু দূরেই সিনজি! ক্রিসমাসের ছুটিতে হাতে হাত দিয়ে পাইন বনে রাস্তা হারান, সঙ্গী কাঞ্চনজঙ্ঘা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Trip in Christmas Vacation: বড়দিনের ছুটিতে ঘুরে আসুন কালিম্পং এর এই অফবিট গ্রামে
advertisement
advertisement
ছোট্ট গ্রামের বাসিন্দাদের চাষাবাদই মূল কাজ। একেবারে অর্গ্যানিক পদ্ধতিতে চাষ হয় এখানে। আর হোমস্টের অতিথিরা যখন আসেন তখন তাঁদের খাতির যত্ন করেন সকলে। কালিম্পং থেকে বেশি দূরেও নয় এখানকার অবস্থান। হোম স্টের ঘরে বসেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তার। আবার ট্রেকের অপশনও রয়েছে। এখানে ছোট একটা ট্রেক করা যায়। সেখান থেকে ভিউ আরও সুন্দর।
advertisement
পানবুর একেবারে কাছে রয়েছে এই সিনজি। পাশাপাশি গ্রাম বললে ভুল হবে না। হোমস্টে গুলিতে অতিথিদের জন্য সবরকম ব্যবস্থা রয়েছে। খরচও খুব একটা বেশি নয়। কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত একটা ভিউ নিয়ে অপেক্ষা করছে সিনজি। অসাধারণ সুন্দর এখানকার প্রাকৃিতক সৌন্দর্য। কাজেই এবার জারা অফবিট কোনও জায়গা খুঁজছেন তাঁদের জন্য সেরা ঠিকানা হয়ে উঠতেই পারে এই সিনজি।
advertisement
অনেকেই পাহা়ড়ে নতুন কোনও জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসেন। তাঁদের নিরাশ করবে না সিনজি। একেবারে ছোট্ট একটা জায়গায় কিন্তু পর্যটকদের মন ভরে যাবে। কাজেই আর দেরি না করে চলে আসুন এখানে। একরাশ সৌন্দর্যের পসরা সাজিয়ে অপেক্ষা করছে সিনজি। একেবারে অন্যরকম মুডের একটা পর্যটন কেন্দ্র। যদিও সেভাবে খেনও পর্যটকদের আনাগোনা এখানে হয়নি। তাই ভালোবাসার সঙ্গীকে নিয়ে একবার ঘুরে আসতেই পারে না এই জায়গায়। Input- Anirban Roy