Visit These Places In India During This Summer: এই তো শুরু হল গরমের মরসুম, কোথায় যাবেন ভেবে দেখেছেন কি?

Last Updated:
Visit These Places In India During This Summer: কেরালা একটি সুন্দর পর্যটন গন্তব্য। এখানে বেড়াতে গেলে আপনি পাহাড় সমুদ্র দুটোই পাবেন। কেরালার অন্যতম জনপ্রিয় গন্তব্য হল মুন্নার।
1/4
গরমে কোথায় বেড়াতে যাবেন? প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে বাঙালির ক্ষেত্রে প্রথম উত্তর যেটা মাথায় আসে তা হল দার্জিলিং। এখন তো বিধিনিষেধও শিথিল। তাই প্য়াকিং করে চলে যান পর্বতের রানির কাছে। ব্য়স্ততা থাকলে চারদিনেই সেরে ফেলতে পারেন ট্রিপ।
গরমে কোথায় বেড়াতে যাবেন? প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে বিশেষ করে বাঙালির ক্ষেত্রে প্রথম উত্তর যেটা মাথায় আসে তা হল দার্জিলিং। এখন তো বিধিনিষেধও শিথিল। তাই প্য়াকিং করে চলে যান পর্বতের রানির কাছে। ব্য়স্ততা থাকলে চারদিনেই সেরে ফেলতে পারেন ট্রিপ।
advertisement
2/4
লাদাখের সৌন্দর্য কল্পনাতীত। ছবি দেখলেই মনে হয় এক ছুটে চলে যাই আর দেখে আসি অপার বিস্ময়। বিশেষ করে বাইক আরোহীদের জন্য় তো এটি দারুণ পছন্দের জায়গা।
লাদাখের সৌন্দর্য কল্পনাতীত। ছবি দেখলেই মনে হয় এক ছুটে চলে যাই আর দেখে আসি অপার বিস্ময়। বিশেষ করে বাইক আরোহীদের জন্য় তো এটি দারুণ পছন্দের জায়গা।
advertisement
3/4
পাহাড়ি অঞ্চলের মধ্য়ে মেঘালয়ের রাজধানী শিলং উত্তর পূর্বের একটি বিখ্যাত গন্তব্য।  হ্রদ এবং জলপ্রপাতের সমন্বয়ে গঠিত মেঘালয়ের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে এলিফ্যান্ট ফলস, শিলং পিক, সুইট ফলস, উমিয়াম হ্রদ এবং আরও অনেক কিছু। ছবি- প্রতীকী
পাহাড়ি অঞ্চলের মধ্য়ে মেঘালয়ের রাজধানী শিলং উত্তর পূর্বের একটি বিখ্যাত গন্তব্য। হ্রদ এবং জলপ্রপাতের সমন্বয়ে গঠিত মেঘালয়ের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে এলিফ্যান্ট ফলস, শিলং পিক, সুইট ফলস, উমিয়াম হ্রদ এবং আরও অনেক কিছু। ছবি- প্রতীকী
advertisement
4/4
কেরালা একটি সুন্দর পর্যটন গন্তব্য। এখানে বেড়াতে গেলে আপনি পাহাড় সমুদ্র দুটোই পাবেন।  কেরালার অন্যতম জনপ্রিয় গন্তব্য হল মুন্নার। শহরটি পশ্চিম ঘাটে অবস্থিত এবং গ্রীষ্মকাল জুড়ে মনোরম আবহাওয়া থাকে।
কেরালা একটি সুন্দর পর্যটন গন্তব্য। এখানে বেড়াতে গেলে আপনি পাহাড় সমুদ্র দুটোই পাবেন। কেরালার অন্যতম জনপ্রিয় গন্তব্য হল মুন্নার। শহরটি পশ্চিম ঘাটে অবস্থিত এবং গ্রীষ্মকাল জুড়ে মনোরম আবহাওয়া থাকে।
advertisement
advertisement
advertisement