Viral Roll: ১ রোলেই ৫০ গ্রাম প্রোটিন...! আছে কী পেটের ভিতরে? চমকে যাবেন শুনলে! ছুটছেন জিম লাভার থেকে স্বাস্থ্য সচেতনরাও
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
একবারে ৫০ গ্রাম প্রোটিন প্রদান করে সহজেই পুষ্টি ও প্রোটিনের ঘাটতিকে পূরণ করতে পারে এই রোল। তাই এই রোলের দাম রাখা হয়েছে ১০০ টাকা। এই দামে এই রোল সত্যিই অবাক করছে সকলকে।
advertisement
advertisement
advertisement
কর্নধার অভিরূপ ভট্টাচার্য জানান, "জেলা কোচবিহারে চিকেন রোল, এগ চিকেন রোল অথবা এগরোল প্রায় সর্বত্র কিনতে পাওয়া যায়। তবে বহু মানুষ রয়েছেন যারা স্বাস্থ্যের কথা ভেবে এগুলির কিছুই খেতে পারেন না। জিম যাঁরা করেন তাঁদের ফাস্ট ফুড প্রায় বাদই রাখতে হয়। তাই বিশেষ রোল তৈরি করা হয়েছে সকলের জন্য।"
advertisement
advertisement
advertisement
advertisement







