পুরুষদেরও যে ফ্যাশন হতে পারে, তা শিখিয়েছিলেন শর্বরী দত্ত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের সংস্কৃতি হয়ে উঠেছিল শর্বরী দত্তের কাজের ইন্সপিরেশন।
advertisement
advertisement
জনপ্রিয় কবি অজিত দত্তের মেয়ে শর্বরী। সাহিত্য চর্চা, বই, থিয়েটার, পেইন্টিং. এইসবের মধ্যে বড় হয়েছেন। নিজেকে প্রকাশ করার মাধ্যম কোনটা বুঝে উঠতে পারতেন না। পড়াশোনার পাঠ চুকে গেলে, অল্প বয়সে বিয়ে হয়ে যায় শর্বরীর। একেবারে যৌথ পরিবারের গিন্নি হয়ে ওঠেন তিনি। কিন্তু মনে ঘুরপাক খেত নানা রকম ডিজাইন। ১৯৯১ সালে শখ করে একটি ঘরোয়া প্রদর্শনী করেন তিনি। মোটামুটি সব বিক্রি হয়ে যায়। প্রথম থেকেই শর্বরী পুরুষদের জন্য পোশাক বানান।
advertisement
বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের সংস্কৃতি হয়ে উঠেছিল তাঁর কাজের ইন্সপিরেশন। মূলত raw সিল্ক ও তসরের উপর কাজ করতেন শর্বরী। বাংলার সেলেবরা তো বটেই এম এফ হুসেন, সুনীল গাভাস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব-সহ বিভিন্ন তারকাদের জন্য পোশাক ডিজাইন করেছেন শর্বরী। অভিষেক বচ্চনের বিয়ের পোশাকও তাঁরই তৈরি করা।