Vegetable: ৭ দিনে ৭ কেজি..! এক 'সবজিতেই' ঝরঝরে..! বুলেট গতিতে কমবে ওজন! শুধু কখন-কীভাবে খাবেন? নিয়ম জানা মাস্ট
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
কেউ পুজোর আগে ওজন কমাতে ছুটছেন জিম তো কেউ মন দিচ্ছেন ডায়েটের কাট-ছাটে। তবে জানেন কী আমাদেরই আশেপাশে এমন কিছু জিনিস আছে যা চটপট ওজন কমানোর জন্য জিম-ডায়েটকে দশ গোল দেবে।
advertisement
advertisement
advertisement
নিউজ 18 কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিখ্যাত ডায়েটিশিয়ান কামিনী কুমারী বলেন, "অনেক ব্যক্তি অতিরিক্ত ওজন কমানোকে একটি চ্যালেঞ্জিং কাজ বলে মনে করেন কারণ তাঁরা সঠিক পদ্ধতি গ্রহণ করেন না। তাই তাঁদের চেষ্টা প্রায়ই ব্যর্থ প্রমাণিত হয়। কিন্তু বিশেষ পদ্ধতি নিলে খুব সহজে ও কম সময়ে ওজন কমানো সম্ভব।"
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শসা সাধারণত পুষ্টিকর এবং ক্যালোরি কম একটি সবজি। কিন্তু শসায় প্রোটিন, চর্বি, ফাইবার, ক্যালসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে। তাই শসাকে একটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে রাখতে আমাদের অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে এটিকে অন্তর্ভুক্ত করতে হবে যেগুলি আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে।শসা সাধারণত পুষ্টিকর এবং ক্যালোরি কম একটি সবজি। কিন্তু শসায় প্রোটিন, চর্বি, ফাইবার, ক্যালসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে। তাই শসাকে একটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে রাখতে আমাদের অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে এটিকে অন্তর্ভুক্ত করতে হবে যেগুলি আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে।
advertisement
advertisement
শসা কোলেস্টেরল এবং সুগার নিয়ন্ত্রণ করে : ডাক্তার মতে, শসাতে ৯৫ শতাংশ জল থাকে, তাই এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতেও সহায়ক। শসা শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। শসাতে রয়েছে ইথানল যা রক্তের গ্লুকোজ কমায়। যেহেতু পেটের চর্বি সরাসরি রক্তে শর্করা এবং কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত, তাই শসা একইসঙ্গে এই দুটি রোগ কমিয়ে পেটের চর্বি কমায়।
advertisement
advertisement
advertisement
advertisement
