Vastu tips to Prevent Infidelity: এই বাস্তু টিপস মানুন, আপনার দাম্পত্যের কাছে আসবে না পরকীয়ার ছায়া

Last Updated:
Vastu tips to Prevent Infidelity: কী করে সম্পর্ক থেকে দূরে সরাবেন পরকীয়া ও বিশ্বাসঘাতকতার কালো মেঘকে, তার জন্য রয়েছে বাস্তু টিপস
1/8
দাম্পত্য ক্ষত বিক্ষত করে দেয় অবিশ্বাস বা বিশ্বাসঘাতকতা। যে কোনও সম্পর্কেই দাঁত বসাতে পারে অবিশ্বাসের কামড়। তিলে তিলে জমতে থাকা অবিশ্বাসের মেঘ ডেকে আনে দ্বন্দ্ব, বিচ্ছেদ এবং ডিভোর্স।
দাম্পত্য ক্ষত বিক্ষত করে দেয় অবিশ্বাস বা বিশ্বাসঘাতকতা। যে কোনও সম্পর্কেই দাঁত বসাতে পারে অবিশ্বাসের কামড়। তিলে তিলে জমতে থাকা অবিশ্বাসের মেঘ ডেকে আনে দ্বন্দ্ব, বিচ্ছেদ এবং ডিভোর্স।
advertisement
2/8
বাড়তে থাকা অবিশ্বাসের থাবা আলগা করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন। কী করে সম্পর্ক থেকে দূরে সরাবেন পরকীয়া ও বিশ্বাসঘাতকতার কালো মেঘকে, তার জন্য রয়েছে বাস্তু টিপস। দিয়েছেন বাস্তু আচার্য মনোজ শ্রীবাস্তব।
বাড়তে থাকা অবিশ্বাসের থাবা আলগা করে দেয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ধন। কী করে সম্পর্ক থেকে দূরে সরাবেন পরকীয়া ও বিশ্বাসঘাতকতার কালো মেঘকে, তার জন্য রয়েছে বাস্তু টিপস। দিয়েছেন বাস্তু আচার্য মনোজ শ্রীবাস্তব।
advertisement
3/8
স্বামী স্ত্রীর শোওয়ার ঘরে খাট রাখুন দক্ষিণপশ্চিম কোণে। এতে সম্পর্কের স্থিতাবস্থা বজায় থাকে। বেডরুমের দক্ষিণপূর্ব কোণে কোনওমতেই খাট রাখবেন না। এতে সম্পর্কে দ্বন্দ্ব ও উদ্বেগ চলে আসে। দেখা দিতে পারে অনিদ্রা ও অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও। ধাতব খাট ব্যবহার না করে রাখুন কাঠের খাট।
স্বামী স্ত্রীর শোওয়ার ঘরে খাট রাখুন দক্ষিণপশ্চিম কোণে। এতে সম্পর্কের স্থিতাবস্থা বজায় থাকে। বেডরুমের দক্ষিণপূর্ব কোণে কোনওমতেই খাট রাখবেন না। এতে সম্পর্কে দ্বন্দ্ব ও উদ্বেগ চলে আসে। দেখা দিতে পারে অনিদ্রা ও অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও। ধাতব খাট ব্যবহার না করে রাখুন কাঠের খাট।
advertisement
4/8
শোওয়ার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পারতপক্ষে আয়না রাখবেন না। এমনিতেও শোওয়ার ঘরে আয়না রাখা বাস্তুমতে সমীচীন নয়। যদি আয়না থাকে, সরিয়ে ফেলুন বা পর্দা দিয়ে ঢেকে রাখুন। বিছানার কাছে আয়না রাখলে বিঘ্নিত হতে পারে ঘুম ও সম্পর্ক।
শোওয়ার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে পারতপক্ষে আয়না রাখবেন না। এমনিতেও শোওয়ার ঘরে আয়না রাখা বাস্তুমতে সমীচীন নয়। যদি আয়না থাকে, সরিয়ে ফেলুন বা পর্দা দিয়ে ঢেকে রাখুন। বিছানার কাছে আয়না রাখলে বিঘ্নিত হতে পারে ঘুম ও সম্পর্ক।
advertisement
5/8
শোওয়ার ঘরের দেওয়ালের রঙও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেওয়ালের রং রাখুন সাদা, ঘিয়ে, বেইজ বা ক্রিম। এতে শোওয়ার ঘরের পরিবেশ থাকে মসৃণ। সম্পর্কেও থাকে সদর্থক বার্তা।
শোওয়ার ঘরের দেওয়ালের রঙও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেওয়ালের রং রাখুন সাদা, ঘিয়ে, বেইজ বা ক্রিম। এতে শোওয়ার ঘরের পরিবেশ থাকে মসৃণ। সম্পর্কেও থাকে সদর্থক বার্তা।
advertisement
6/8
শোওয়ার ঘরের দেওয়ালে যে ছবি রাখবেন, তার উপরও নির্ভর করে দম্পতির সম্পর্ক। ভালবাসা, প্রেম ও প্রকৃতির প্রতীক এমন ছবিই রাখুন শোওয়ার ঘরের দেওয়ালে। বাস্তু মতে, বিশ্বাস, এতে সম্পর্কে প্রেম দীর্ঘস্থায়ী হবে।
শোওয়ার ঘরের দেওয়ালে যে ছবি রাখবেন, তার উপরও নির্ভর করে দম্পতির সম্পর্ক। ভালবাসা, প্রেম ও প্রকৃতির প্রতীক এমন ছবিই রাখুন শোওয়ার ঘরের দেওয়ালে। বাস্তু মতে, বিশ্বাস, এতে সম্পর্কে প্রেম দীর্ঘস্থায়ী হবে।
advertisement
7/8
সদর্থক বার্তা বয়ে আনে না, নেগেটিভ শক্তির ধারক ও বাহক এমন ছবি রাখবেন না শোওয়ার ঘরের দেওয়ালে। এতে সম্পর্ক বিঘ্নিত হয় বলেই বাস্তুমতে বিশ্বাস।
সদর্থক বার্তা বয়ে আনে না, নেগেটিভ শক্তির ধারক ও বাহক এমন ছবি রাখবেন না শোওয়ার ঘরের দেওয়ালে। এতে সম্পর্ক বিঘ্নিত হয় বলেই বাস্তুমতে বিশ্বাস।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement