Vastu Tips: ঠাকুরঘরে রাখুন এই ফুল ও এই ফল, মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসম্পদে ভরে থাকবে আপনার জীবন

Last Updated:
Vastu Tips: ঠাকুরঘরে বসে শুধু পুজো করলেই হবে না। পালন করতে হবে কিছু বাস্তু টিপস-ও। এই নিয়মগুলি পালন করলে বাড়িতে দেবী লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে
1/7
ঠাকুরঘরে বসে শুধু পুজো করলেই হবে না। পালন করতে হবে কিছু বাস্তু টিপস-ও।
ঠাকুরঘরে বসে শুধু পুজো করলেই হবে না। পালন করতে হবে কিছু বাস্তু টিপস-ও।
advertisement
2/7
জ্যোতিষ বিশেষজ্ঞ মধু কোটিয়ার মতে, এই নিয়মগুলি পালন করলে বাড়িতে দেবী লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে।
জ্যোতিষ বিশেষজ্ঞ মধু কোটিয়ার মতে, এই নিয়মগুলি পালন করলে বাড়িতে দেবী লক্ষ্মীর আসন চিরস্থায়ী হবে।
advertisement
3/7
নারকোল বা নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বলা হয় ঠাকুরঘরে একটা নারকেল রেখে দিতে।
নারকোল বা নারকেলকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বলা হয় ঠাকুরঘরে একটা নারকেল রেখে দিতে।
advertisement
4/7
মনে করা হয়, একটি নারকেলে হলুদ, সিঁদুর মাখিয়ে ঠাকুরঘরে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে ধনসম্পদ ও শ্রীবৃদ্ধি হয়ে ভরে থাকে জীবন।
মনে করা হয়, একটি নারকেলে হলুদ, সিঁদুর মাখিয়ে ঠাকুরঘরে রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদে ধনসম্পদ ও শ্রীবৃদ্ধি হয়ে ভরে থাকে জীবন।
advertisement
5/7
প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করেন? চেষ্টা করুন সেই পুজোতে প্রতি বৃহস্পতিবার একটা করে লালপদ্ম দেবীকে নিবেদন করতে।
প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করেন? চেষ্টা করুন সেই পুজোতে প্রতি বৃহস্পতিবার একটা করে লালপদ্ম দেবীকে নিবেদন করতে।
advertisement
6/7
বলা হয়, মা লক্ষ্মীর আসনে একটি লালপদ্ম সর্বদা থাকলে আর্থিক নিশ্চয়তা ও জীবনে সুস্থিতি বজায় থাকে।
বলা হয়, মা লক্ষ্মীর আসনে একটি লালপদ্ম সর্বদা থাকলে আর্থিক নিশ্চয়তা ও জীবনে সুস্থিতি বজায় থাকে।
advertisement
7/7
ঠাকুরঘরে সামান্য হলেও কর্পূর রেখে দিন। আর্থিক সমৃদ্ধি সব সময় আপনাকে ঘিরে থাকবে।
ঠাকুরঘরে সামান্য হলেও কর্পূর রেখে দিন। আর্থিক সমৃদ্ধি সব সময় আপনাকে ঘিরে থাকবে।
advertisement
advertisement
advertisement