Vastu tips to keep Aquarium: এই বাস্তু নিয়ম মেনে বাড়িতে রাখুন অ্যাকোয়ারিয়াম, উপচে পড়বে অর্থ ও সৌভাগ্য

Last Updated:
Vastu tips to keep Aquarium:বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখারও কিছু বাস্তু টিপস আছে। সেগুলি মানলেই সুফল লাভ করা যাবে।
1/9
অন্দরসজ্জার উপকরণ হিসেবে অ্যাকোয়ারিয়াম অতুলনীয়। অনেকেই বাড়ি সাজান রঙিন মাছ ও তাদের জলবাড়ি দিয়ে। বাস্তুশাস্ত্র এবং ফেংশুই-তেও এই দুটি জিনিসের গুরুত্ব অনেক।
অন্দরসজ্জার উপকরণ হিসেবে অ্যাকোয়ারিয়াম অতুলনীয়। অনেকেই বাড়ি সাজান রঙিন মাছ ও তাদের জলবাড়ি দিয়ে। বাস্তুশাস্ত্র এবং ফেংশুই-তেও এই দুটি জিনিসের গুরুত্ব অনেক।
advertisement
2/9
বলা হয় বাড়িতে অ্যাকোয়ারিয়াম থাকলে সদর্থক বার্তা ছড়িয়ে পড়ে চারদিকে। অশুভ শক্তি ও কুনজর থেকে বাঁচায় গৃহকোণকে।
বলা হয় বাড়িতে অ্যাকোয়ারিয়াম থাকলে সদর্থক বার্তা ছড়িয়ে পড়ে চারদিকে। অশুভ শক্তি ও কুনজর থেকে বাঁচায় গৃহকোণকে।
advertisement
3/9
তবে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখারও কিছু বাস্তু টিপস আছে। সেগুলি মানলেই সুফল লাভ করা যাবে।
তবে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখারও কিছু বাস্তু টিপস আছে। সেগুলি মানলেই সুফল লাভ করা যাবে।
advertisement
4/9
অ্যাকোয়ারিয়ামে সব সময় ২ টো থেকে ৯ টা মাছ রাখবেন। ২ টোর কম নয়। ৯ টার বেশিও নয়। মাছদের খাওয়ানো পুণ্যকর্ম বলে মনে করা হয়।
অ্যাকোয়ারিয়ামে সব সময় ২ টো থেকে ৯ টা মাছ রাখবেন। ২ টোর কম নয়। ৯ টার বেশিও নয়। মাছদের খাওয়ানো পুণ্যকর্ম বলে মনে করা হয়।
advertisement
5/9
অ্যাকোয়ারিয়ামের জল নিয়মিত পাল্টাতে হবে। পরিষ্কারও রাখতে হবে মাছেদের এই ঠিকানা। সাজাতে গিয়ে অতিরিক্ত জিনিস রাখবেন না অ্যাকোয়ারিয়ামে।
অ্যাকোয়ারিয়ামের জল নিয়মিত পাল্টাতে হবে। পরিষ্কারও রাখতে হবে মাছেদের এই ঠিকানা। সাজাতে গিয়ে অতিরিক্ত জিনিস রাখবেন না অ্যাকোয়ারিয়ামে।
advertisement
6/9
বাড়ির বৈঠকখানা হল অ্যাকোয়ারিয়াম রাখার সেরা জায়গা। সব সময় উত্তর বা দক্ষিণ দিকে রাখবেন অ্যাকোয়ারিয়াম।
বাড়ির বৈঠকখানা হল অ্যাকোয়ারিয়াম রাখার সেরা জায়গা। সব সময় উত্তর বা দক্ষিণ দিকে রাখবেন অ্যাকোয়ারিয়াম।
advertisement
7/9
গোল্ডফিশ ও ড্রাগনফিশ অবশ্যই রাখবেন অ্যাকোয়ারিয়ামে। তবে সরাসরি সূর্যের আলোর নীচে কখনওই রাখবেন না অ্যাকোয়ারিয়াম।
গোল্ডফিশ ও ড্রাগনফিশ অবশ্যই রাখবেন অ্যাকোয়ারিয়ামে। তবে সরাসরি সূর্যের আলোর নীচে কখনওই রাখবেন না অ্যাকোয়ারিয়াম।
advertisement
8/9
শোওয়ার ঘরে কোনওদিন অ্যাকোয়ারিয়াম রাখবেন না। এতে সংসারে জটিলতা তৈরি হয়। রান্নাঘর ও সিঁড়ির নীচেও কোনওদিন অ্যাকোয়ারিয়াম রাখবেন না।
শোওয়ার ঘরে কোনওদিন অ্যাকোয়ারিয়াম রাখবেন না। এতে সংসারে জটিলতা তৈরি হয়। রান্নাঘর ও সিঁড়ির নীচেও কোনওদিন অ্যাকোয়ারিয়াম রাখবেন না।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement