Vastu tips for sibling relationship: ভাইবোনের মধ্যে তিক্ততা? সম্পর্ক ভাল করতে মানুন এই বাস্তু টিপস

Last Updated:
Vastu tips for sibling relationship: আসুন জেনে নিই কিছু বাস্তু টিপস। যেগুলি মানলে ভাইবোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
1/7
আসছে রাখিপূর্ণিমা। রক্ষাবন্ধনের সেই পুণ্যতিথিতে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোন। এই পুণ্যতিথি উপলক্ষে আসুন জেনে নিই কিছু বাস্তু টিপস। যেগুলি মানলে ভাইবোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
আসছে রাখিপূর্ণিমা। রক্ষাবন্ধনের সেই পুণ্যতিথিতে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেন বোন। এই পুণ্যতিথি উপলক্ষে আসুন জেনে নিই কিছু বাস্তু টিপস। যেগুলি মানলে ভাইবোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
advertisement
2/7
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ আরতি ঢাইয়ার মতে ঘরে গোলাপি পিরামিড থাকলে ভাইবোনের সম্পর্ক দৃঢ় হয়। তাদের মধ্যে সব অশান্তি দূর হয়।
বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ আরতি ঢাইয়ার মতে ঘরে গোলাপি পিরামিড থাকলে ভাইবোনের সম্পর্ক দৃঢ় হয়। তাদের মধ্যে সব অশান্তি দূর হয়।
advertisement
3/7
বাড়ির দক্ষিণপশ্চিম কোণে রাখুন ভাইবোনের ফ্রেমবন্দি ছবি। ফ্রেমের রং অফ হোয়াইট হলে ভাল।
বাড়ির দক্ষিণপশ্চিম কোণে রাখুন ভাইবোনের ফ্রেমবন্দি ছবি। ফ্রেমের রং অফ হোয়াইট হলে ভাল।
advertisement
4/7
ঘরের উত্তর পশ্চিম কোণে রাখুন চৌকো আয়না। তবে বিছানার উল্টোদিকে আয়না রাখবেন না। এতে সম্পর্কে টানাপড়েন আসে।
ঘরের উত্তর পশ্চিম কোণে রাখুন চৌকো আয়না। তবে বিছানার উল্টোদিকে আয়না রাখবেন না। এতে সম্পর্কে টানাপড়েন আসে।
advertisement
5/7
ঘরের দেওয়ালে কোনও ফাটল থাকলে মেরামত করে নিন। নইলে ভাইবোনের সম্পর্কে প্রভাব পড়ে।
ঘরের দেওয়ালে কোনও ফাটল থাকলে মেরামত করে নিন। নইলে ভাইবোনের সম্পর্কে প্রভাব পড়ে।
advertisement
6/7
জুতো কখনও ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। সব সময় গুছিয়ে রাখুন জুতোর জন্য নির্দিষ্ট জায়গায়। এতে সম্পর্ক ভাল হয়।
জুতো কখনও ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। সব সময় গুছিয়ে রাখুন জুতোর জন্য নির্দিষ্ট জায়গায়। এতে সম্পর্ক ভাল হয়।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement