Vastu Tips for Shiuli Plant at Home: বাড়ির কোন দিকে শিউলিগাছ থাকলে সংসারে অর্থবৃষ্টি হয়? কোন দিকে থাকলে অশুভ? জানুন

Last Updated:
Vastu Tips for Shiuli Plant at Home: শিউলিগাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়
1/8
শিউলিফুলে ধ্বনিত হয় আগমনী৷ সেই আনন্দবার্তার পাশাপাশি আছে আরও মাহাত্ম্য৷ শিউলিগাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
শিউলিফুলে ধ্বনিত হয় আগমনী৷ সেই আনন্দবার্তার পাশাপাশি আছে আরও মাহাত্ম্য৷ শিউলিগাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
advertisement
2/8
বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব বা উত্তরদিকে শিউলিগাছ থাকলে সংসারের পক্ষে খুবই শুভজনক৷ নেগেটিভ এনার্জি দূর করে সংসারে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বিরাজ করে৷
বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব বা উত্তরদিকে শিউলিগাছ থাকলে সংসারের পক্ষে খুবই শুভজনক৷ নেগেটিভ এনার্জি দূর করে সংসারে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বিরাজ করে৷
advertisement
3/8
বাড়ির পশ্চিম বা উত্তর পশ্চিম দিকেও রোপণ করতে পারেন শিউলিগাছের চারা৷ তবে বাড়ির দক্ষিণ দিকে কখনওই শিউলিগাছ রাখবেন না৷
বাড়ির পশ্চিম বা উত্তর পশ্চিম দিকেও রোপণ করতে পারেন শিউলিগাছের চারা৷ তবে বাড়ির দক্ষিণ দিকে কখনওই শিউলিগাছ রাখবেন না৷
advertisement
4/8
বাড়ির ঠাকুরঘরের কাছে বা উঠোনে শিউলিগাছ থাকা খুবই পুণ্যজনক৷ মনে করা হয় এতে প্রচুর ধনসম্পদ লাভ করা যায়৷ হওয়া যায় পাপমুক্ত৷
বাড়ির ঠাকুরঘরের কাছে বা উঠোনে শিউলিগাছ থাকা খুবই পুণ্যজনক৷ মনে করা হয় এতে প্রচুর ধনসম্পদ লাভ করা যায়৷ হওয়া যায় পাপমুক্ত৷
advertisement
5/8
শিউলিগাছ নেগেটিভ ভাইবস সরিয়ে বাড়িতে প্রবাহিত করে পজিটিভ ভাইবস৷ শিউলিফুলের গন্ধ শান্ত করে অস্থির মনকে৷
শিউলিগাছ নেগেটিভ ভাইবস সরিয়ে বাড়িতে প্রবাহিত করে পজিটিভ ভাইবস৷ শিউলিফুলের গন্ধ শান্ত করে অস্থির মনকে৷
advertisement
6/8
প্রচলিত বিশ্বাস, যে বাড়িতে শিউলিগাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় অধিষ্ঠান করেন৷ ফলে ধনসম্পদের অভাব হয় না৷ পরিবারের সদস্যরা দীর্ঘায়ু হন৷
প্রচলিত বিশ্বাস, যে বাড়িতে শিউলিগাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় অধিষ্ঠান করেন৷ ফলে ধনসম্পদের অভাব হয় না৷ পরিবারের সদস্যরা দীর্ঘায়ু হন৷
advertisement
7/8
শিউলিগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়৷ পাশাপাশি, শিউলিফুল এবং এর পাতার ভেষজ ও ওষধি গুণও অনস্বীকার্য৷
শিউলিগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়৷ পাশাপাশি, শিউলিফুল এবং এর পাতার ভেষজ ও ওষধি গুণও অনস্বীকার্য৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement