Vastu tips for Neem Plant: বাড়ির এই বিশেষ দিকে নিমগাছ থাকলে সংসারে অর্থ ও ধনসম্পদের অভাব হবে না

Last Updated:
Vastu tips for Neem Plant: জানেন কি নিমগাছের বাস্তুগুণও আছে। বাড়িতে নিমগাছ থাকলে উপকারিতা অঢেল
1/7
নিমপাতার ভেষজ ও ওষধিগুণের শেষ নেই। কিন্তু জানেন কি নিমগাছের বাস্তুগুণও আছে। বাড়িতে নিমগাছ থাকলে উপকারিতা অঢেল। জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞ অক্ষিত কাপুর।
নিমপাতার ভেষজ ও ওষধিগুণের শেষ নেই। কিন্তু জানেন কি নিমগাছের বাস্তুগুণও আছে। বাড়িতে নিমগাছ থাকলে উপকারিতা অঢেল। জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞ অক্ষিত কাপুর।
advertisement
2/7
বাস্তু বিশেষজ্ঞ অক্ষিত কাপুরের মত বাড়ির উত্তর পশ্চিম দিকে নিমগাছ থাকতে হবে। তিনি মনে করেন বাড়ির এই দিকে নিমগাছ থাকলে পরিবারে শুভ শক্তি, সুস্বাস্থ্য প্রবাহিত হয়।
বাস্তু বিশেষজ্ঞ অক্ষিত কাপুরের মত বাড়ির উত্তর পশ্চিম দিকে নিমগাছ থাকতে হবে। তিনি মনে করেন বাড়ির এই দিকে নিমগাছ থাকলে পরিবারে শুভ শক্তি, সুস্বাস্থ্য প্রবাহিত হয়।
advertisement
3/7
আরও এক বাস্তু বিশেষজ্ঞ আচার্য মনোজ শ্রীবাস্তবের মত, বাড়িতে নিমগাছ থাকলে অসুস্থতা দূরে থাকে। তিনি মনে করেন বাড়ির পূর্ব বা উত্তর দিকে নিমগাছ থাকা শুভ।
আরও এক বাস্তু বিশেষজ্ঞ আচার্য মনোজ শ্রীবাস্তবের মত, বাড়িতে নিমগাছ থাকলে অসুস্থতা দূরে থাকে। তিনি মনে করেন বাড়ির পূর্ব বা উত্তর দিকে নিমগাছ থাকা শুভ।
advertisement
4/7
বাস্তু বিশেষজ্ঞ মনোজের মতে বাড়ির পূর্বদিকে নিমগাছ থাকলে নতুন কাজে সাফল্য আসে। উত্তর দিকে নিমগাছ বড় হলে পজিটিভ এনার্জি ও ধনসম্পদ আসে সংসারে।
বাস্তু বিশেষজ্ঞ মনোজের মতে বাড়ির পূর্বদিকে নিমগাছ থাকলে নতুন কাজে সাফল্য আসে। উত্তর দিকে নিমগাছ বড় হলে পজিটিভ এনার্জি ও ধনসম্পদ আসে সংসারে।
advertisement
5/7
বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে নিমগাছ থাকলে সংসারের পক্ষে তা অত্যন্ত অশুভ। সে বিষয়েও সতর্ক করেছেন বাস্তু বিশেষজ্ঞরা।
বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে নিমগাছ থাকলে সংসারের পক্ষে তা অত্যন্ত অশুভ। সে বিষয়েও সতর্ক করেছেন বাস্তু বিশেষজ্ঞরা।
advertisement
6/7
স্নানের জলে নিমপাতা মিশিয়ে রাখলে কেতুদোষ কেটে যায়। বাড়িতে নিমগাছ থাকলে নিয়মিত জল দিন এবং যত্ন করুন। মনে করা হয় এর ফলে শনিদোষ দূর হয়ে যায়।
স্নানের জলে নিমপাতা মিশিয়ে রাখলে কেতুদোষ কেটে যায়। বাড়িতে নিমগাছ থাকলে নিয়মিত জল দিন এবং যত্ন করুন। মনে করা হয় এর ফলে শনিদোষ দূর হয়ে যায়।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement