Vasaka Leaf-Health Care: সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট-সহ বহু রোগের ওষুধ বাসক পাতা! কীভাবে খাবেন? জানুন চিকিৎসকের মত

Last Updated:
Vasaka Leaf-Health Care: বাসক পাতার রসে মুক্তি মিলবে বহু জটিল রোগে! তবে গরম করে খাবেন না এই রস! ক্ষতি হবে বিরাট! জানুন
1/7
সর্দি কাশি সারানোর পাশাপাশি বাসক পাতার আরও উপকারী গুণ রয়েছে। জমে থাকা কফ তরল করে ব্রঙ্কাইটিস থেকে মুক্তি দেয়।
সর্দি কাশি সারানোর পাশাপাশি বাসক পাতার আরও উপকারী গুণ রয়েছে। জমে থাকা কফ তরল করে ব্রঙ্কাইটিস থেকে মুক্তি দেয়।
advertisement
2/7
টিউবারকিউলিসিস রোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাসক।
টিউবারকিউলিসিস রোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাসক।
advertisement
3/7
জ্বর ও সর্দি কাশি দেখা দিলে এক চামচ বাসক পাতার রসের সঙ্গে এক চামচ মধু ও এক চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
জ্বর ও সর্দি কাশি দেখা দিলে এক চামচ বাসক পাতার রসের সঙ্গে এক চামচ মধু ও এক চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
advertisement
4/7
শ্বাসনালী প্রশস্ত রাখতে বাসক পাতা বেশ কার্যকরী। ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে।
শ্বাসনালী প্রশস্ত রাখতে বাসক পাতা বেশ কার্যকরী। ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে।
advertisement
5/7
ঠান্ডা গরম আবহাওয়াতে বা নানা কারণে একটুতেই গলা ব্যথার মত সমস্যা দেখা দেয়। গলা ব্যথা সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাসক পাতার রস।
ঠান্ডা গরম আবহাওয়াতে বা নানা কারণে একটুতেই গলা ব্যথার মত সমস্যা দেখা দেয়। গলা ব্যথা সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাসক পাতার রস।
advertisement
6/7
শরীরের নানা সমস্যা দূর করতে বাসক পাতার রস গরম করে খাবার প্রবণতা রয়েছে বেশি। এই প্রবণতা একেবারেই ভুল। বাসক পাতার রস গরম করলে উপকারী গুণ নষ্ট হয়। জানান বিশিষ্ট ডাক্তার বাবু শক্তিপদ ঘোষ।
শরীরের নানা সমস্যা দূর করতে বাসক পাতার রস গরম করে খাবার প্রবণতা রয়েছে বেশি। এই প্রবণতা একেবারেই ভুল। বাসক পাতার রস গরম করলে উপকারী গুণ নষ্ট হয়। জানান বিশিষ্ট ডাক্তার বাবু শক্তিপদ ঘোষ।
advertisement
7/7
ডাক্তার বাবু আরও জানান, বাসক পাতার উপকারী গুণ পেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে। পাতার রস নির্যাস করে ব্যবহার করলে যথাযথ উপকার পাওয়া যায়।
ডাক্তার বাবু আরও জানান, বাসক পাতার উপকারী গুণ পেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে। পাতার রস নির্যাস করে ব্যবহার করলে যথাযথ উপকার পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement