Varun Dhawan Grooming Tips: টান টান দেহ আর ঝলমলে ত্বক! এই টিপস মেনে চললে বরুণ ধাওয়ানের মতো ঝলমলিয়ে উঠবেন আপনিও!
- Published by:Madhurima Dutta
Last Updated:
Varun Dhawan: যেটা অবিকল এক থেকে গিয়েছে সেটা বরুণের সৌন্দর্য আর টোনড বডি। শরীরের যত্নে কোনও খামতি রাখেন না বরুণ।
কেরিয়ার শুরু করেছিলেন করণ জোহরের (Karan Johar) হাত ধরে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student of The Year) দিয়ে। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন। কিন্তু বরুণ ধাওয়ান (Varun Dhawan) সাফল্য পান 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' (Humpty Sharma Ki Dulhania) ছবির পর থেকে। তবে হ্যাঁ, তবে ২০১৫ সালে শ্রীরাম রাঘবনের (Sriram Raghavan) 'বদলাপুর' (Badlapur) ছবিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। নেক্সট ডোর বয়, চকোলেট বয়ের রোম্যান্টির হিরোর ইমেজ ঝেড়ে ফেল বরুণ হয়ে ওঠেন ডার্ক হিরো।
advertisement
অভিনেতা হিসেবে নিজেকে প্রতিনিয়ত ভেঙেছেন বরুণ। মানসিক ও শারীরিক দুভাবেই। প্রতিটি চরিত্রেই নিজেকে হাজির করেছেন অন্য লুকে। তবে যেটা অবিকল এক থেকে গিয়েছে সেটা বরুণের সৌন্দর্য আর টোনড বডি। শরীরের যত্নে কোনও খামতি রাখেন না বরুণ। নিয়মিত জিম যান, শরীর চর্চা করেন। একইভাবে ত্বকচর্চাতেও ফাঁক রাখেন না ধাওয়ানপুত্র। এখানে বরুণের রূপচর্চার সেই সব গোপন রহস্যের ঝাঁপি খোলা হল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement