সাজুন রাজরানীর মতো, সামনে এল Patiala Jewels ও Jodhpur Jadau-এর কালেকশন, রাজকীয় জৌলুসে মুগ্ধ হয়ে যাবেন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাজকীয় ঐতিহ্যের অনুপ্রেরণায় সম্প্রতি সেই রকমই নজরকাড়া ফ্যাশন শো-এর আয়োজন করেছিল Varda Goenka Fine Jewels by Diagold।
advertisement
advertisement
৩টি ট্যাবলো ছিল ইভেন্টের মূল আকর্ষণ। প্রথম ট্যাবলো সাজানো হয়েছিল বাংলার জমিদারি সংস্কৃতির ছোঁয়ায়। নাচের মধ্য দিয়ে শৈল্পিকভাবে অপূর্ব কারুকার্যখচিত গয়নার সৌন্দর্য মেলে ধরেন মডেলরা। পুরনো ক্লক টাওয়ারের আদলে সাজানো হয়েছিল দ্বিতীয় ট্যাবলো। যেন আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল। আর তৃতীয় ট্যাবলোয় ভারতের রাজবাড়িগুলির ঐশ্বর্য তুলে ধরা হয়েছিল। দুর্লভ গয়নায় সেজেছিলেন মডেলরা।
advertisement
advertisement
পাটিয়ালা রাজ পরিবারের রত্নভাণ্ডারের কথা সর্বজনবিদিত। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছে Patiala Jewels কালেকশন। বিলাসিতা আর রাজকীয় শৈলীর যুগলবন্দী। ঝলমলে হীরে, চোখধাঁধানো পান্না, উজ্জ্বল রুবি আর মোতির সংমিশ্রণ। পাটিয়ালা নেকলেসের গাথা তো কিংবদন্তী হয়ে রয়েছে। এই কালেকশনেও সেই ছোঁয়া মিলবে। ঐতিহ্যবাহী কারুশিল্প আর আধুনিক সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন ঘটানো হয়েছে এই গয়নায়।
advertisement
advertisement
advertisement