সাজুন রাজরানীর মতো, সামনে এল Patiala Jewels ও Jodhpur Jadau-এর কালেকশন, রাজকীয় জৌলুসে মুগ্ধ হয়ে যাবেন

Last Updated:
রাজকীয় ঐতিহ্যের অনুপ্রেরণায় সম্প্রতি সেই রকমই নজরকাড়া ফ্যাশন শো-এর আয়োজন করেছিল Varda Goenka Fine Jewels by Diagold।
1/8
সে এক দিন ছিল! সন্ধ্যা হলেই ঝাড়বাতির সোনালি আলোয় ঝলমল করে উঠত গোটা রাজবাড়ি। গয়নাগাটি নিয়ে সাজতে বসতেন রাজরানীরা। শৃঙ্গার কক্ষে আয়নার সামনে তখন তুমুল ব্যস্ততা। এখন সময় বদলে গিয়েছে। তবে রাজঘরানার সেই সব অলঙ্কারের আকর্ষণ কমেনি একটুও।
সে এক দিন ছিল! সন্ধ্যা হলেই ঝাড়বাতির সোনালি আলোয় ঝলমল করে উঠত গোটা রাজবাড়ি। গয়নাগাটি নিয়ে সাজতে বসতেন রাজরানীরা। শৃঙ্গার কক্ষে আয়নার সামনে তখন তুমুল ব্যস্ততা। এখন সময় বদলে গিয়েছে। তবে রাজঘরানার সেই সব অলঙ্কারের আকর্ষণ কমেনি একটুও।
advertisement
2/8
রাজকীয় ঐতিহ্যের অনুপ্রেরণায় ২৮ ফেব্রুয়ারি সেই রকমই নজরকাড়া ফ্যাশন শো-এর আয়োজন করেছিল Varda Goenka Fine Jewels by Diagold। গঙ্গার তীরে The Dockyard Company-তে আয়োজিত এই শো-তেই উন্মোচিত হল ‘Patiala Jewels’ ও ‘Jodhpur Jadau’ কালেকশন।
রাজকীয় ঐতিহ্যের অনুপ্রেরণায় ২৮ ফেব্রুয়ারি সেই রকমই নজরকাড়া ফ্যাশন শো-এর আয়োজন করেছিল Varda Goenka Fine Jewels by Diagold। গঙ্গার তীরে The Dockyard Company-তে আয়োজিত এই শো-তেই উন্মোচিত হল ‘Patiala Jewels’ ও ‘Jodhpur Jadau’ কালেকশন।
advertisement
3/8
৩টি ট্যাবলো ছিল ইভেন্টের মূল আকর্ষণ। প্রথম ট্যাবলো সাজানো হয়েছিল বাংলার জমিদারি সংস্কৃতির ছোঁয়ায়। নাচের মধ্য দিয়ে শৈল্পিকভাবে অপূর্ব কারুকার্যখচিত গয়নার সৌন্দর্য মেলে ধরেন মডেলরা। পুরনো ক্লক টাওয়ারের আদলে সাজানো হয়েছিল দ্বিতীয় ট্যাবলো। যেন আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল। আর তৃতীয় ট্যাবলোয় ভারতের রাজবাড়িগুলির ঐশ্বর্য তুলে ধরা হয়েছিল। দুর্লভ গয়নায় সেজেছিলেন মডেলরা।
৩টি ট্যাবলো ছিল ইভেন্টের মূল আকর্ষণ। প্রথম ট্যাবলো সাজানো হয়েছিল বাংলার জমিদারি সংস্কৃতির ছোঁয়ায়। নাচের মধ্য দিয়ে শৈল্পিকভাবে অপূর্ব কারুকার্যখচিত গয়নার সৌন্দর্য মেলে ধরেন মডেলরা। পুরনো ক্লক টাওয়ারের আদলে সাজানো হয়েছিল দ্বিতীয় ট্যাবলো। যেন আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল। আর তৃতীয় ট্যাবলোয় ভারতের রাজবাড়িগুলির ঐশ্বর্য তুলে ধরা হয়েছিল। দুর্লভ গয়নায় সেজেছিলেন মডেলরা।
advertisement
4/8
সঙ্গে ছিল গ্র্যান্ড ফ্যাশন ওয়াক। মডেলরা ‘Patiala Jewels’ ও ‘Jodhpur Jadau’ কালেকশনের অনবদ্য গহনা পরে ক্যাটওয়াক করলেন। এটা নিছক অলঙ্কারের প্রদর্শনী ছিল না, রাজঘরানার চাকচিক্য আর দ্যুতিতে তা হয়ে উঠেছিল ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনের সন্ধ্যা।
সঙ্গে ছিল গ্র্যান্ড ফ্যাশন ওয়াক। মডেলরা ‘Patiala Jewels’ ও ‘Jodhpur Jadau’ কালেকশনের অনবদ্য গহনা পরে ক্যাটওয়াক করলেন। এটা নিছক অলঙ্কারের প্রদর্শনী ছিল না, রাজঘরানার চাকচিক্য আর দ্যুতিতে তা হয়ে উঠেছিল ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনের সন্ধ্যা।
advertisement
5/8
পাটিয়ালা রাজ পরিবারের রত্নভাণ্ডারের কথা সর্বজনবিদিত। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছে Patiala Jewels কালেকশন। বিলাসিতা আর রাজকীয় শৈলীর যুগলবন্দী। ঝলমলে হীরে, চোখধাঁধানো পান্না, উজ্জ্বল রুবি আর মোতির সংমিশ্রণ। পাটিয়ালা নেকলেসের গাথা তো কিংবদন্তী হয়ে রয়েছে। এই কালেকশনেও সেই ছোঁয়া মিলবে। ঐতিহ্যবাহী কারুশিল্প আর আধুনিক সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন ঘটানো হয়েছে এই গয়নায়।
পাটিয়ালা রাজ পরিবারের রত্নভাণ্ডারের কথা সর্বজনবিদিত। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছে Patiala Jewels কালেকশন। বিলাসিতা আর রাজকীয় শৈলীর যুগলবন্দী। ঝলমলে হীরে, চোখধাঁধানো পান্না, উজ্জ্বল রুবি আর মোতির সংমিশ্রণ। পাটিয়ালা নেকলেসের গাথা তো কিংবদন্তী হয়ে রয়েছে। এই কালেকশনেও সেই ছোঁয়া মিলবে। ঐতিহ্যবাহী কারুশিল্প আর আধুনিক সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন ঘটানো হয়েছে এই গয়নায়।
advertisement
6/8
রাজস্থানের রাজপরিবারের ঐতিহ্যবাহী সূক্ষ শিল্পকলার অনুপ্রেরণায় তৈরি হয়েছে Jodhpur Jadau কালেকশন। পোলকি হীরে, পান্না ও রুবি খচিত প্রতিটি গয়না যেন রাজস্থানের রাজপরিবারগুলির গল্প বুকে আঁকড়ে রয়েছে। যেন চোখের সামনে ফুটে উঠছে তাঁদের জৌলুসময় অতীত।
রাজস্থানের রাজপরিবারের ঐতিহ্যবাহী সূক্ষ শিল্পকলার অনুপ্রেরণায় তৈরি হয়েছে Jodhpur Jadau কালেকশন। পোলকি হীরে, পান্না ও রুবি খচিত প্রতিটি গয়না যেন রাজস্থানের রাজপরিবারগুলির গল্প বুকে আঁকড়ে রয়েছে। যেন চোখের সামনে ফুটে উঠছে তাঁদের জৌলুসময় অতীত।
advertisement
7/8
Varda Goenka Fine Jewels by Diagold-এর প্রতিষ্ঠা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ভর্দা গোয়েঙ্কা বলেন, “গয়না নিছক অলঙ্কার নয়। ইতিহাস, সংস্কৃতি ও চিরন্তন ঐতিহ্যের প্রতিচ্ছবি। ‘Patiala Jewels’ ও ‘Jodhpur Jadau’ কালেকশনে ভারতের রাজকীয় ঐতিহ্যকে আধুনিক নকশায় ফুটিয়ে তোলা হয়েছে। সূক্ষ কাজ, চোখধাঁধানো সব রত্ন।’’
Varda Goenka Fine Jewels by Diagold-এর প্রতিষ্ঠা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর ভর্দা গোয়েঙ্কা বলেন, “গয়না নিছক অলঙ্কার নয়। ইতিহাস, সংস্কৃতি ও চিরন্তন ঐতিহ্যের প্রতিচ্ছবি। ‘Patiala Jewels’ ও ‘Jodhpur Jadau’ কালেকশনে ভারতের রাজকীয় ঐতিহ্যকে আধুনিক নকশায় ফুটিয়ে তোলা হয়েছে। সূক্ষ কাজ, চোখধাঁধানো সব রত্ন।’’
advertisement
8/8
প্রতিটি গয়নাই সৌন্দর্যের গল্প বলে। যে সব মহিলারা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনকে উপভোগ করেন, এই কালেকশন তাঁদের জন্যই।
প্রতিটি গয়নাই সৌন্দর্যের গল্প বলে। যে সব মহিলারা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনকে উপভোগ করেন, এই কালেকশন তাঁদের জন্যই।
advertisement
advertisement
advertisement