Valentines Day 2023: ভ্যালেন্টাইন ফ্যাশনে থাক হৃদয়! জুতো থেকে জামা সবই হোক ভালবাসায় মাখা
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
ভ্যালেন্টাইন্স ডে তে যেখানেই যান না কেন, সঙ্গে নিয়ে যান নিজের ভালবাসার চিহ্ন। অ্যাকসেসরিজেও থাক তারই ইঙ্গিত।
advertisement
advertisement
advertisement
ঘড়ি: হার্ট শেপের ঘড়ি আবার কেউ পরেন না কি! পরতেই পারেন, কিন্তু সেটা বিরল বিষয়। কিন্তু এখন ঘড়ির বেল্টের সঙ্গে চার্ম বা নানা ধরনের অ্যাকসেসরিজ ঝুলিয়ে নেওয়াটা খুবই ইন ফ্যাশন। ফলে বিশেষ দিনটিতে নিজের ঘড়িতে ঝুলিয়ে নেওয়া যাক ভালোবাসা প্রকাশ করে এমন কোনও চার্ম, হার্টের চেয়ে ভাল আর কী বা হতে পারে। নিজের ভালোবাসার মানুষটিকে উপহারও দেওয়া যেতে পারে।
advertisement
ব্যাগ: অনায়াসে এদিন এমন ব্যাগ বেছে নেওয়া যেতে পারে যা হার্ট শেপের। অথবা, নিজের রোজকার ব্যাগে লাগিয়ে নেওয়া যাক একটি হার্ট শেপের ব্যাজ। অথবা, সেই ব্যাজে থাকতে পারে কোনও রোমান্টিক উক্তি। হাতে সময় আর খানিকটা শিল্প নৈপুণ্য থাকলে পুরনো টোটে ব্যাগের উপর চট করে এঁকে নেওয়া যেতে পারে একটা হার্ট বা করে নেওয়া যেতে পারে হার্ট দিয়ে ক্যালিগ্রাফি। যেখানে থাকবে ব্যতিক্রমী ভালোবাসার গল্প।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
