Valentines Day 2023: ভ্যালেন্টাইন ফ্যাশনে থাক হৃদয়! জুতো থেকে জামা সবই হোক ভালবাসায় মাখা

Last Updated:
ভ্যালেন্টাইন্স ডে তে যেখানেই যান না কেন, সঙ্গে নিয়ে যান নিজের ভালবাসার চিহ্ন। অ্যাকসেসরিজেও থাক তারই ইঙ্গিত।
1/10
এসেছে ভালোবাসার কাল, আকাশে-বাতাসে বইছে বসন্ত। এসে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, প্রিয় মানুষের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে ফেলার উদযাপন। আর যাঁরা সিঙ্গল, এদিন তাঁরা নিশ্চয়ই খুঁজে নেবেন কাঙ্ক্ষিত মন। এমন একটা দিনে খানিকটা প্রকাশ্যে আসুক হাড়পাঁজরের ভিতরে থাকা ধুকপুকানিটা।
এসেছে ভালোবাসার কাল, আকাশে-বাতাসে বইছে বসন্ত। এসে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, প্রিয় মানুষের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে ফেলার উদযাপন। আর যাঁরা সিঙ্গল, এদিন তাঁরা নিশ্চয়ই খুঁজে নেবেন কাঙ্ক্ষিত মন। এমন একটা দিনে খানিকটা প্রকাশ্যে আসুক হাড়পাঁজরের ভিতরে থাকা ধুকপুকানিটা।
advertisement
2/10
ভ্যালেন্টাইন্স ডে, মানে ১৪ ফেব্রুয়ারি এই বছর এসেছে মঙ্গলবারে। ফলে বেসরকারি কর্মী বা স্কুল-কলেজের পড়ুয়াদের মোটেও ছুটি নেই। তাতে কী, যেখানেই যান না কেন, সঙ্গে বয়ে নিয়ে চলা যাক নিজের ভালোবাসায় জীবন্ত টকটকে লাল হৃদয়টিকে। অ্যাকসেসরিজেও থাক তারই ইঙ্গিত।
ভ্যালেন্টাইন্স ডে, মানে ১৪ ফেব্রুয়ারি এই বছর এসেছে মঙ্গলবারে। ফলে বেসরকারি কর্মী বা স্কুল-কলেজের পড়ুয়াদের মোটেও ছুটি নেই। তাতে কী, যেখানেই যান না কেন, সঙ্গে বয়ে নিয়ে চলা যাক নিজের ভালোবাসায় জীবন্ত টকটকে লাল হৃদয়টিকে। অ্যাকসেসরিজেও থাক তারই ইঙ্গিত।
advertisement
3/10
পেনডেন্ট:  হৃদয় চিহ্ন খচিত পেনডেন্ট এক আদি ও অকৃত্রিম গহনা। তা সে দামি ধাতু বা পাথরের হোক বা না হোক, আবেদন কিছু কম নয়। তাই ভ্যালেন্টাইন্স ডে তে গলায় ঝোলানো যেতেই পারে একটি হার্ট শেপের পেনডেন্ট।
পেনডেন্ট: হৃদয় চিহ্ন খচিত পেনডেন্ট এক আদি ও অকৃত্রিম গহনা। তা সে দামি ধাতু বা পাথরের হোক বা না হোক, আবেদন কিছু কম নয়। তাই ভ্যালেন্টাইন্স ডে তে গলায় ঝোলানো যেতেই পারে একটি হার্ট শেপের পেনডেন্ট।
advertisement
4/10
ঘড়ি:  হার্ট শেপের ঘড়ি আবার কেউ পরেন না কি! পরতেই পারেন, কিন্তু সেটা বিরল বিষয়। কিন্তু এখন ঘড়ির বেল্টের সঙ্গে চার্ম বা নানা ধরনের অ্যাকসেসরিজ ঝুলিয়ে নেওয়াটা খুবই ইন ফ্যাশন। ফলে বিশেষ দিনটিতে নিজের ঘড়িতে ঝুলিয়ে নেওয়া যাক ভালোবাসা প্রকাশ করে এমন কোনও চার্ম, হার্টের চেয়ে ভাল আর কী বা হতে পারে। নিজের ভালোবাসার মানুষটিকে উপহারও দেওয়া যেতে পারে।
ঘড়ি: হার্ট শেপের ঘড়ি আবার কেউ পরেন না কি! পরতেই পারেন, কিন্তু সেটা বিরল বিষয়। কিন্তু এখন ঘড়ির বেল্টের সঙ্গে চার্ম বা নানা ধরনের অ্যাকসেসরিজ ঝুলিয়ে নেওয়াটা খুবই ইন ফ্যাশন। ফলে বিশেষ দিনটিতে নিজের ঘড়িতে ঝুলিয়ে নেওয়া যাক ভালোবাসা প্রকাশ করে এমন কোনও চার্ম, হার্টের চেয়ে ভাল আর কী বা হতে পারে। নিজের ভালোবাসার মানুষটিকে উপহারও দেওয়া যেতে পারে।
advertisement
5/10
ব্যাগ:  অনায়াসে এদিন এমন ব্যাগ বেছে নেওয়া যেতে পারে যা হার্ট শেপের। অথবা, নিজের রোজকার ব্যাগে লাগিয়ে নেওয়া যাক একটি হার্ট শেপের ব্যাজ। অথবা, সেই ব্যাজে থাকতে পারে কোনও রোমান্টিক উক্তি। হাতে সময় আর খানিকটা শিল্প নৈপুণ্য থাকলে পুরনো টোটে ব্যাগের উপর চট করে এঁকে নেওয়া যেতে পারে একটা হার্ট বা করে নেওয়া যেতে পারে হার্ট দিয়ে ক্যালিগ্রাফি। যেখানে থাকবে ব্যতিক্রমী ভালোবাসার গল্প।
ব্যাগ: অনায়াসে এদিন এমন ব্যাগ বেছে নেওয়া যেতে পারে যা হার্ট শেপের। অথবা, নিজের রোজকার ব্যাগে লাগিয়ে নেওয়া যাক একটি হার্ট শেপের ব্যাজ। অথবা, সেই ব্যাজে থাকতে পারে কোনও রোমান্টিক উক্তি। হাতে সময় আর খানিকটা শিল্প নৈপুণ্য থাকলে পুরনো টোটে ব্যাগের উপর চট করে এঁকে নেওয়া যেতে পারে একটা হার্ট বা করে নেওয়া যেতে পারে হার্ট দিয়ে ক্যালিগ্রাফি। যেখানে থাকবে ব্যতিক্রমী ভালোবাসার গল্প।
advertisement
6/10
বেল্ট:  নারী বা পুরুষ সকলেই কোমবন্ধ ব্যবহার করেন। মেয়েরা আজকাল প্যান্ট ছাড়া শাড়ি, স্কার্ট বা ড্রেসের উপরও বেল্ট পরেন। সেই বেল্টে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী কোনও চার্ম ঝুলিয়ে নেওয়া যেতেই পারে। এমনকী বেল্টটিও হতে পারে হার্ট আঁকা বা বাকলসে থাকতে পারে হৃদয়ের আকৃতি।
বেল্ট: নারী বা পুরুষ সকলেই কোমবন্ধ ব্যবহার করেন। মেয়েরা আজকাল প্যান্ট ছাড়া শাড়ি, স্কার্ট বা ড্রেসের উপরও বেল্ট পরেন। সেই বেল্টে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী কোনও চার্ম ঝুলিয়ে নেওয়া যেতেই পারে। এমনকী বেল্টটিও হতে পারে হার্ট আঁকা বা বাকলসে থাকতে পারে হৃদয়ের আকৃতি।
advertisement
7/10
গয়না:  পেনডেন্টের মতো কানের দুলেও রঙিন হার্ট শেপের ছোঁয়া রাখা যেতে পারে। আর সেটা খুব দুষ্প্রাপ্যও নয়। একই ভাবে হার্ট শেপের নানা রকমের আংটিও পরা যেতে পারে।
গয়না: পেনডেন্টের মতো কানের দুলেও রঙিন হার্ট শেপের ছোঁয়া রাখা যেতে পারে। আর সেটা খুব দুষ্প্রাপ্যও নয়। একই ভাবে হার্ট শেপের নানা রকমের আংটিও পরা যেতে পারে।
advertisement
8/10
টি-শার্ট:  আজকাল নানা রকম টি-শার্টের উপর নিজের পছন্দমতো নকশা করিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে দারুন একটা টি-শার্ট বানিয়ে ফেলা যায় যেখানে উজ্জ্বল হয়ে থাকবে হৃদয়। এমন টি-শার্ট খুঁজলে খুব সহজে কিনেও নেওয়া যাবে।
টি-শার্ট: আজকাল নানা রকম টি-শার্টের উপর নিজের পছন্দমতো নকশা করিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে দারুন একটা টি-শার্ট বানিয়ে ফেলা যায় যেখানে উজ্জ্বল হয়ে থাকবে হৃদয়। এমন টি-শার্ট খুঁজলে খুব সহজে কিনেও নেওয়া যাবে।
advertisement
9/10
ব্লাউজ:  ভালোবাসার বিশেষ দিনটিতে যাঁরা শাড়ি পরবেন ভাবছেন, তাঁরা মোনোক্রোমের কথা ভাবতে পারেন। বাঁ দিকে আঁচল করে পরলে ডান কাঁধে একটা হার্টের প্যাচ লাগিয়ে নিতে পারেন ব্লাউজে। পিঠেও লাগানো যায়।
ব্লাউজ: ভালোবাসার বিশেষ দিনটিতে যাঁরা শাড়ি পরবেন ভাবছেন, তাঁরা মোনোক্রোমের কথা ভাবতে পারেন। বাঁ দিকে আঁচল করে পরলে ডান কাঁধে একটা হার্টের প্যাচ লাগিয়ে নিতে পারেন ব্লাউজে। পিঠেও লাগানো যায়।
advertisement
10/10
জুতো:  মনে হতেই পারে হার্ট প্রিন্টের জুতো কোথায় পাওয়া যাবে! কোনও চিন্তা নেই। বাড়িতে পুরনো সাদা স্নিকার থাকলে তা একটু ধুয়ে মুছে সাফ করে রাখতে হবে। এবার লাল মার্কার দিয়ে কয়েকটা হার্ট এঁকে নিলেই হল। সঙ্গে লিখে নেওয়া যেতে পারে দু’একটি শব্দ যা ভালোবাসাকে অন্য মাত্রা দেবে।
জুতো: মনে হতেই পারে হার্ট প্রিন্টের জুতো কোথায় পাওয়া যাবে! কোনও চিন্তা নেই। বাড়িতে পুরনো সাদা স্নিকার থাকলে তা একটু ধুয়ে মুছে সাফ করে রাখতে হবে। এবার লাল মার্কার দিয়ে কয়েকটা হার্ট এঁকে নিলেই হল। সঙ্গে লিখে নেওয়া যেতে পারে দু’একটি শব্দ যা ভালোবাসাকে অন্য মাত্রা দেবে।
advertisement
advertisement
advertisement