কারণ এর মধ্যে রয়েছে অসম্ভব রোমান্টিক ইঙ্গিত। ফলে ভালোবাসা জাহির করতে এর জুড়ি মেলা ভার। আসলে একদিকে চুমু, অন্য দিকে, উড়ন্ত হৃদয়ের চিহ্ন নিয়ে এই ইমোজি-টি অনায়াসে বহন করে নিয়ে যায় হৃদয়াবেগ। অন্য চুম্বন ইমোজিগুলির থেকে এটি আলাদা। জেনে নেওয়া যাক কয়েকটি বিষয়—