হোম » ছবি » লাইফস্টাইল » রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

  • 112

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    আজ রোজ ডে। গোলাপ দেওয়ার দিন। আসলে আজ থেকেই শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। প্রেমের সপ্তাহ। ভালবাসার উদযাপন। উপহার, চিঠি, গানে, কবিতায় সঙ্গী বা সঙ্গিনীর হৃদয় জিতে নেওয়া।

    MORE
    GALLERIES

  • 212

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    বাতাসে বসন্তের আমেজ। চারিদিকে রঙের মেলা। প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার এর থেকে ভাল সময় আর কী হতে পারে!

    MORE
    GALLERIES

  • 312

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    তবে গোলাপ দেওয়ার আলাদা তাৎপর্য আছে। এটা ভালবাসার বন্ধনকে বোঝায়। তাই রোজ ডে ঘিরে এমন সাজো সাজো রব। গোলাপ নিয়ে এমন তুমুল মাদকতা।

    MORE
    GALLERIES

  • 412

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    তবে খেয়াল করার মতো বিষয় হল, রোজ ডে-তে লাল গোলাপ দেওয়াটাই দস্তুর। কিন্তু শুধু লাল গোলাপ কেন? নীল বা হলুদ গোলাপ নয় কেন? গোলাপের প্রতিটা রঙেরই বিশেষ অর্থ এবং তাৎপর্য রয়েছে।

    MORE
    GALLERIES

  • 512

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    রোজ ডে-তে এতদিন তো লাল গোলাপই দিয়ে এলেন সবাই। এবার বরং হাতে উঠুক অন্য রঙ। জেনে নেওয়া যাক সেই সব রঙের গোলাপ সম্পর্কের কোন দিক তুলে ধরে।

    MORE
    GALLERIES

  • 612

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    লাল গোলাপ: সব রঙের গোলাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাল গোলাপ। এর চাহিদা সবসময় তুঙ্গে। এটা ভালবাসা এবং তীব্র আবেগকে বোঝায়।

    MORE
    GALLERIES

  • 712

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    কমলা গোলাপ: কারও জন্য তীব্র আবেগের বহিঃপ্রকাশ বোঝাতে কমলা গোলাপ দেওয়া হয়। রোজ ডে-তে তাই প্রিয়জনের হাতে তুলে দেওয়া যায় কমলা গোলাপও। বুঝিয়ে দেওয়া যায় তাঁকে নিয়ে হৃদয় কতটা আবেগপ্রবণ।

    MORE
    GALLERIES

  • 812

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    পিচ রঙের গোলাপ: ভালবাসি ভালবাসি; কিন্তু বলতে লজ্জা। প্রেমে পড়লেও প্রেমিক বা প্রেমিকাকে সে কথা বলতে লাজে রাঙা। পিচ রঙের গোলাপই সেই কাজ করে দেব। জানানো হবে, স্বীকার করতে লজ্জা পেলেও মন তার প্রেমে পড়েছে।

    MORE
    GALLERIES

  • 912

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    হলুদ রঙের গোলাপ: হলুদ বন্ধুত্বের রঙ। হাতে হাত ধরে সারাজীবন কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। এমনটা চাইলে দিতে হবে হলুদ গোলাপ।

    MORE
    GALLERIES

  • 1012

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    ল্যাভেন্ডার গোলাপ: ল্যাভেন্ডার গোলাপ বিরল। কিন্তু অত্যন্ত সুন্দর। কাউকে ল্যাভেন্ডার গোলাপ দেওয়ার অর্থ এটা বোঝানো যে প্রথম দর্শনেই মন তাঁর প্রেমে পড়েছে।

    MORE
    GALLERIES

  • 1112

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    গোলাপি গোলাপ: গোলাপি গোলাপ প্রশংসাসূচক। প্রেমিকার রূপের প্রশংসা করতে চাইলে হাতে তুলে দিতে হবে গোলাপি রঙের গোলাপ।

    MORE
    GALLERIES

  • 1212

    Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!

    সাদা গোলাপ: সাদা রঙের গোলাপ সরলতার প্রতীক। সাধারণত বিয়ের অনুষ্ঠানে এই রঙের গোলাপ উপহার দেওয়া হয়। রোজ ডে-তে সাদা গোলাপ দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, সম্পর্কের পরিণতি দিতে মন ইচ্ছুক।

    MORE
    GALLERIES