Express True Love: ভালবাসার সপ্তাহে সঙ্গীকে মনের কথা জানানোর সহজ টিপস

Last Updated:
Express True Love: অনেকে মনের কথাটা প্রিয় মানুষকে বলেও উঠতে পারেননি এতদিন।  ভালোবাসার মানুষটিকে মনের কথাটা জানাবেন জানান কিছু অভিনব উপায়ে।
1/6
ভালবাসার সপ্তাহে অনেকেই নানা ধরনের পরিকল্পনা করেন। অনেকে মনের কথাটা প্রিয় মানুষকে বলেও উঠতে পারেননি এতদিন। ভালোবাসার মানুষটিকে মনের কথাটা জানাবেন জানান কিছু অভিনব উপায়ে।
ভালবাসার সপ্তাহে অনেকেই নানা ধরনের পরিকল্পনা করেন। অনেকে মনের কথাটা প্রিয় মানুষকে বলেও উঠতে পারেননি এতদিন। ভালোবাসার মানুষটিকে মনের কথাটা জানাবেন জানান কিছু অভিনব উপায়ে।
advertisement
2/6
নব্বইয়ের দশকের আগে পর্যন্ত প্রেম শুরুর প্রস্তাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় ছিল প্রেমপত্র। সময়ের পরিবর্তনে মেসেজ আর হোয়াটসঅ্যাপ টেক্সট এসেছে। সেজন্য অভিনব উপায়ে প্রেম পত্র দিয়ে মনের কথা জানাতে পারেন।
নব্বইয়ের দশকের আগে পর্যন্ত প্রেম শুরুর প্রস্তাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় ছিল প্রেমপত্র। সময়ের পরিবর্তনে মেসেজ আর হোয়াটসঅ্যাপ টেক্সট এসেছে। সেজন্য অভিনব উপায়ে প্রেম পত্র দিয়ে মনের কথা জানাতে পারেন।
advertisement
3/6
সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন, কেনাকাটা করতে। তাতে পছন্দের মানুষকে পছন্দসই জিনিসও উপহার দেওয়া যাবে। আবার প্রেম প্রস্তাবও দেওয়া যাবে।
সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন, কেনাকাটা করতে। তাতে পছন্দের মানুষকে পছন্দসই জিনিসও উপহার দেওয়া যাবে। আবার প্রেম প্রস্তাবও দেওয়া যাবে।
advertisement
4/6
উপহার পছন্দ করেন না, এমন মানুষ কমই আছে। সেটা ভ্যালেন্টাইনস ডে হোক বা অন্য কোনও দিন। পছন্দের মানুষ বা প্রিয়জনের মত জিততে ভ্যালেন্টাইনস ডে-তে অভিনব উপহারের সঙ্গে মনের কথা জানাতে পারেন।
উপহার পছন্দ করেন না, এমন মানুষ কমই আছে। সেটা ভ্যালেন্টাইনস ডে হোক বা অন্য কোনও দিন। পছন্দের মানুষ বা প্রিয়জনের মত জিততে ভ্যালেন্টাইনস ডে-তে অভিনব উপহারের সঙ্গে মনের কথা জানাতে পারেন।
advertisement
5/6
উচ্চবিত্তেদের মধ্যে ক্যান্ডেল লাইট ডিনারের চল থাকলেও, মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের ক্ষেত্রে সেই চল প্রায় নেই বললেও চলে। তবে, ক্যান্ডেল লাইট ডিনারে যেতে না পারলেও, পছন্দের মানুষটিকে নিয়ে কোনও রেস্টুরেন্টে গিয়ে মনের কথা জানাতে পারেন।
উচ্চবিত্তেদের মধ্যে ক্যান্ডেল লাইট ডিনারের চল থাকলেও, মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের ক্ষেত্রে সেই চল প্রায় নেই বললেও চলে। তবে, ক্যান্ডেল লাইট ডিনারে যেতে না পারলেও, পছন্দের মানুষটিকে নিয়ে কোনও রেস্টুরেন্টে গিয়ে মনের কথা জানাতে পারেন।
advertisement
6/6
দূরে কোথাও না-গিয়ে ঘুরে আসুন কাছেই কোথাও। সঙ্গীকে নিয়ে উপভোগ করুন দেখার জায়গা। আর তারই মধ্যে শেয়ার করে নিন মনের কথা।
দূরে কোথাও না-গিয়ে ঘুরে আসুন কাছেই কোথাও। সঙ্গীকে নিয়ে উপভোগ করুন দেখার জায়গা। আর তারই মধ্যে শেয়ার করে নিন মনের কথা।
advertisement
advertisement
advertisement