Valentine's Day Travel: সঙ্গীকে নিয়ে ভালবাসার দিন পালন করুন গঙ্গার ধারের এই পার্কে! জানুন

Last Updated:
Valentine's Day Travel: ভালবাসার মাসে প্রিয়জনকে নিয়ে নিরিবিলি গঙ্গার ধারে এই পার্কেই কাটাতে পারেন সময়! বিস্তারিত জেনে নিন
1/6
সামনেই ভ্যালেন্টাইন ডে, ভালবাসার মাস। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, এই মাসে ভালবাসা উদযাপনে পরিবার প্রিয়জনকে সঙ্গে নিয়েও ঘুরে আসতে পারেন মন কেড়ে নেওয়া এই জায়গায়
সামনেই ভ্যালেন্টাইন ডে, ভালবাসার মাস। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, এই মাসে ভালবাসা উদযাপনে পরিবার প্রিয়জনকে সঙ্গে নিয়েও ঘুরে আসতে পারেন মন কেড়ে নেওয়া এই জায়গায়
advertisement
2/6
গঙ্গার ধারে মনোরম আবহাওয়ায় প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে কাটাতে চান কিছুটা একান্ত সময়! তাহলে ঘুরে আসতে পারেন নৈহাটি গোয়ালাপাড়া পার্ক
গঙ্গার ধারে মনোরম আবহাওয়ায় প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে কাটাতে চান কিছুটা একান্ত সময়! তাহলে ঘুরে আসতে পারেন নৈহাটি গোয়ালাপাড়া পার্ক
advertisement
3/6
হুগলি নদীর তীরে বসে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার আকাশের মায়াবী আলো আপনার মন ভাল করে দিতে বাধ্য
হুগলি নদীর তীরে বসে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার আকাশের মায়াবী আলো আপনার মন ভাল করে দিতে বাধ্য
advertisement
4/6
নৈহাটি রেল স্টেশন থেকে মাত্র দু'কিলোমিটার দূরত্বের এই পার্ক এখন তাই বেশ জনপ্রিয়। বিকেলের পর থেকেই জমছে ভিড়
নৈহাটি রেল স্টেশন থেকে মাত্র দু'কিলোমিটার দূরত্বের এই পার্ক এখন তাই বেশ জনপ্রিয়। বিকেলের পর থেকেই জমছে ভিড়
advertisement
5/6
ব্যস্ততা কোলাহলময় জীবনে, গঙ্গার তীরে সবুজে ঘেরা পার্কে রয়েছে দোলনা, স্লাইড সহ বিনোদনের নানা জিনিস। যা শিশুদের জন্য বেশ আকর্ষণীয় , নিরিবিলি হওয়ায় প্রেমিক-প্রেমিকারাও এই স্থানকে বেছে নিচ্ছেন সময় কাটাতে
ব্যস্ততা কোলাহলময় জীবনে, গঙ্গার তীরে সবুজে ঘেরা পার্কে রয়েছে দোলনা, স্লাইড সহ বিনোদনের নানা জিনিস। যা শিশুদের জন্য বেশ আকর্ষণীয় , নিরিবিলি হওয়ায় প্রেমিক-প্রেমিকারাও এই স্থানকে বেছে নিচ্ছেন সময় কাটাতে
advertisement
6/6
পার্কটিতে নানা মডেল ও মূর্তি ব্যবহার করে সাজানো রয়েছে চারপাশ। চাইলে বিকেলে পার্কের ভেতরে থাকা রাস্তা ধরে কিছুটা হেঁটে শরীরকেও সতেজ রাখতে পারবেন অনাসে
পার্কটিতে নানা মডেল ও মূর্তি ব্যবহার করে সাজানো রয়েছে চারপাশ। চাইলে বিকেলে পার্কের ভেতরে থাকা রাস্তা ধরে কিছুটা হেঁটে শরীরকেও সতেজ রাখতে পারবেন অনাসে
advertisement
advertisement
advertisement