Tulsi Plant Care: গরমেও তুলসিগাছ থাকবে সতেজ ও প্রাণবন্ত! শুধু করতে হবে এই কাজ

Last Updated:
Tulsi Plant Care: তুলসিগাছের উপকারিতার শেষ নেই। আধ্যাত্মিক এবং ভেষজ-দু’ দিকেই এই গাছের অপরিসীম গুণ। তাই গৃহস্থ বাড়িতে এই গাছ থাকা প্রয়োজনীয়। গরম আসছে। তুলসিগাছের যত্ন নিতে কী করবেন, জেনে নিন।
1/7
তুলসিগাছের উপকারিতার শেষ নেই। আধ্যাত্মিক এবং ভেষজ-দু’ দিকেই এই গাছের অপরিসীম গুণ। তাই গৃহস্থ বাড়িতে এই গাছ থাকা প্রয়োজনীয়।
তুলসিগাছের উপকারিতার শেষ নেই। আধ্যাত্মিক এবং ভেষজ-দু’ দিকেই এই গাছের অপরিসীম গুণ। তাই গৃহস্থ বাড়িতে এই গাছ থাকা প্রয়োজনীয়।
advertisement
2/7
গরম আসছে। তুলসিগাছের যত্ন নিতে কী করবেন, জেনে নিন। তুলসিগাছের মাটি আর্দ্র রাখুন। কিন্তু গাছের গোড়ায় যেন জল না জমে। তাহলে কিন্তু গোড়া পচে যাবে।
গরম আসছে। তুলসিগাছের যত্ন নিতে কী করবেন, জেনে নিন। তুলসিগাছের মাটি আর্দ্র রাখুন। কিন্তু গাছের গোড়ায় যেন জল না জমে। তাহলে কিন্তু গোড়া পচে যাবে।
advertisement
3/7
শুকনো পাতা ফেলে দিন। নিয়মিত প্রুনিং করুন। তাহলে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠবে না তুলসিগাছ।
শুকনো পাতা ফেলে দিন। নিয়মিত প্রুনিং করুন। তাহলে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠবে না তুলসিগাছ।
advertisement
4/7
তুলসিগাছে মাঝে মাঝে দিন চাল ভেজানো জল। গাছের গোড়ায় দিতে পারেন কলার খোসা ভেজানো জলও। বজায় থাকবে গাছের বৃদ্ধি।
তুলসিগাছে মাঝে মাঝে দিন চাল ভেজানো জল। গাছের গোড়ায় দিতে পারেন কলার খোসা ভেজানো জলও। বজায় থাকবে গাছের বৃদ্ধি।
advertisement
5/7
তুলসিগাছের গোড়া আগাছামুক্ত রাখুন। গাছে যাতে পোকার আক্রমণ না হয়, খেয়াল রাখুন সেদিকেও।
তুলসিগাছের গোড়া আগাছামুক্ত রাখুন। গাছে যাতে পোকার আক্রমণ না হয়, খেয়াল রাখুন সেদিকেও।
advertisement
6/7
তুলসিপাতা নিয়মিত তুলবেন। তাহলে নতুন পাতা বার হবে। পাতা তোলার সময় যাতে ডাল না ভাঙে সেদিকে খেয়াল রাখুন।
তুলসিপাতা নিয়মিত তুলবেন। তাহলে নতুন পাতা বার হবে। পাতা তোলার সময় যাতে ডাল না ভাঙে সেদিকে খেয়াল রাখুন।
advertisement
7/7
যদি নতুন তুলসিগাছ রোপণ করতে চান, তাহলে মঞ্জরী রেখে দিন গাছে। নয়তো মঞ্জরী তুলে ফেলুন। তাহলে গাছ সতেজ ও সজীব থাকবে।
যদি নতুন তুলসিগাছ রোপণ করতে চান, তাহলে মঞ্জরী রেখে দিন গাছে। নয়তো মঞ্জরী তুলে ফেলুন। তাহলে গাছ সতেজ ও সজীব থাকবে।
advertisement
advertisement
advertisement