Travel Plan in Monsoon 2025: ১৫ অগাস্টে লম্বা উইকেন্ড, ৩ দিন টানা ছুটি! রইল বর্ষায় বেড়ানোর অফবিট জায়গার হদিশ, ফিরতে ইচ্ছে করবে না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Travel Plan in Monsoon 2025: এবারের স্বাধীনতা দিবস পড়েছে শুক্রবার। ফলে টানা ৩ দিন লম্বা উইকেন্ড। স্বাধীনতা দিবসের উইকেন্ডে অফবিট কোথায় বেড়়াতে যাবেন ঠিক করেছেন? রইল কয়েকটি ঠিকানা...
advertisement
advertisement
advertisement
advertisement
বেড়ানোর তালিকায় বাঙালির বরাবরের জন্য হট ফেভারিট উত্তরবঙ্গ। এই বর্ষায় ঘুরে আসুন নেপাল সীমান্তের মানেভঞ্জন থেকে। এখানেই রয়েছে রঙ্গিত মাজুয়া গ্রাম। পাহাড়ি গ্রামের নৈঃস্বর্গিক সৌন্দর্য্য আপনাকে মোহিত করে দেবে। সবুজে সবুজ দিয়ে সাজানো এই গ্রামের অপরূপ শোভা লেখনিতে বর্ণনা করা বেশ কঠিন। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রামের সবদিক থেকেই দেখা মিলে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার।
advertisement
মহারাষ্ট্রের পাহাড় ও উপত্যকা ঘেরা এই জায়গা লোনাভালা বিশেষ ভাবে বিখ্যাত এখানকার অবাক করা সৌন্দর্যের জন্য। ঐতিহাসিক দুর্গ, প্রাচীন গুহা আর টলটলে জলের শান্ত হ্রদ ঘিরে আছে এই জায়গাটিকে। স্থানীয়দের কাছে অসম্ভব প্রিয়। মুম্বই বেড়াতে গিয়েও এ অঞ্চলে বহু বহু জন বেড়াতে যান। বর্যা দিনে এখানে বেড়ানোটা অন্য অভিজ্ঞতা।
advertisement
advertisement
advertisement
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ হাজার ফুট উচ্চতায় সেই পাহাড়ের গা ঘেঁষেই গড়ে উঠেছে ভালপারাই, তামিলনাড়ুতে। কফি বাগান, ঝর্না, শান্ত নিরালা পরিবেশ এই জায়গার রূপ বাড়িয়ে দেয় কয়েক গুণ। এখানে দেখার জায়গা সবটাই। পর্যটনস্থল হিসাবে ঘুরে নেওয়া যায় আপার সোলার ড্যাম, নিরার ড্যাম, আলিয়ার ড্যাম, মাঙ্কি ফলস, বালাজি মন্দির, ভেলাঙ্কান্নি গির্জা-সহ অনেক কিছুই।
advertisement
কেরলের নেল্লিয়ামপতি পাহাড়। মুন্নারের মতো পরিচিতি না থাক, রূপ তার কম নয়। ক্লান্ত জীবন থেকে দু’তিন দিনের মুক্তি ঠিকানা হতে পারে নেল্লিয়ামপতি। পাহাড়ের ঢালে ধাপ চাষ, ধাপে ধাপে নেমে আসা ঝর্না, ঠান্ডা আরামদায়ক পরিবেশ, মশলার ক্ষেত নিয়ে সেজে উঠেছে এই স্থান। পাহাড়ি পথে দু’চোখ ভরে দেখা যায় চা-বাগিচার নয়নাভিরাম রূপ। স্থানে স্থানে কমলালেবু, আনারসের বাগানও রয়েছে।
advertisement
ইতিহাস, ভূগোল, দুইয়ের সমাহার রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার কর্ণাটকের সকলেশপুরে। বেঙ্গালুরু থেকে ২২০ কিলোমিটার দূরে এই স্থানে যেমন মন্দির রয়েছে, তেমনই রয়েছে টিপু সুলতানের তৈরি মনজরবাদ ফোর্ট। তীর্থযাত্রীদের কাছেও এই জায়গার মাহাত্ম্য রয়েছে। কুক্কে সুব্রহ্মণ্য মন্দির, সকলেশ্বর স্বামী মন্দির-সহ একাধিক ধর্মীয় স্থান রয়েছে এখানে। সকলেশপুরের পর্যটন আকর্ষণ বাড়িয়েছে মুরকান্নুগুডা, হাদলু, মগঝাল্লি জলপ্রপাত। বর্ষার মরসুমে তার রূপ হয় দেখার মতো। চাইলেই ঘুরে নিতে পারেন ২-৩ দিনে।